প্রকাশ : ০২ আগস্ট ২০২১, ০০:০০
কঠোর লকডাউন চলাকালীন দুঃস্থ-অসহায়-কর্মহীন মানুষের মাঝে রান্না করা খাবার বিতরণের আয়োজন করেছেন চাঁদপুর পৌরসভার প্যানেল মেয়র ও জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আলী মাঝি। তিনি চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনের সংসদ সদস্য শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনির পক্ষে এ আয়োজন করেন। গতকাল ১ আগস্ট রোববার দুপুরে পৌরসভাধীন ১নং ওয়ার্ডের লোহারপুল চত্বরে রান্না করা এ খাবার বিতরণ করা হয়। কর্মহীন অসহায়-দুঃস্থদের মাঝে সারিবদ্ধভাবে এ খাবার বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন চাঁদপুর পৌরসভার মেয়র অ্যাডঃ জিল্লুর রহমান জুয়েল। তিনি এ ধরনের আয়োজনে সন্তোষ প্রকাশ করে বলেন, আপনারা কেউ হতাশ হবেন না। করোনাকালীন লকডাউনের কারণে অনেক মানুষই কর্মহীন হয়ে পড়েছেন। তাদের সাহায্যার্থে সরকার যথেষ্ট কার্যক্রম গ্রহণ করেছে। প্রশাসনের মাধ্যমে ব্যাপক সাহায্য-সহযোগিতা প্রদান করা হচ্ছে। আমাদের সকলকেই ধৈর্য্য ধরে বৈশ্বিক মহামারি করোনাকে জয় করতে হবে। সরকার নির্দেশিত স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে, নিয়মিত মাস্ক ব্যবহার করতে হবে, সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে। প্রয়োজন ব্যতীত রাস্তায় বের হওয়া থেকে বিরত থাকতে হবে। যদি এই নিয়মগুলো মেনে চলতে পারি তাহলে অবশ্যই আমরা করোনা মোকাবেলায় সক্ষম হবো।
করোনাকালীন দুঃস্থ-অসহায় পৌরবাসীর জন্যে খাদ্য, চিকিৎসা, অ্যাম্বুলেন্স সুবিধাসহ ব্যাপক সহায়তা কার্যক্রম পরিচালনার কথা উল্লেখ করে মেয়র জুয়েল বলেন, দুঃস্থ ও অসহায়দের কল্যাণে পৌরসভার সহায়তা কার্যক্রম অব্যাহত রয়েছে। আমরা একটি মনিটরিং সেল গঠন করেছি। নির্দিষ্ট ফোন নম্বরে ফোন দিলে আমাদের স্বেচ্ছাসেবকরা তা বাড়ি গিয়ে পৌঁছে দিয়ে আসবে। তিনি করোনাকালীন লকডাউনে কাউকে হতাশ না হওয়ার জন্যেও অনুরোধ জানান। তিনি বলেন, বঙ্গবন্ধুর আদর্শের কর্মীরা এভাবে সবসময় দুঃস্থ অসহায় মানুষের পাশে থাকবে।
এ সময় পৌর প্যানেল মেয়র জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আলী মাঝি, যুগ্ম আহ্বায়ক মাহফুজুর রহমান টুটুল, পৌর কাউন্সিলর মুহাম্মদ সোহেল রানা, অ্যাডঃ কবির চৌধুরী, নারী কাউন্সিলর ফেরদৌসি বেগম, শাহীনা বেগম, চাঁদপুর জেলা পরিষদের সদস্য মোঃ মুকবুল হোসেন, জেলা যুবলীগ নেতা মোঃ আব্দুল গণি, ১নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ উজ্জ্বল তালুকদার, সাংগঠনিক সম্পাদক ভাষাণ ঘোষসহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মোহাম্মদ আলী মাঝি বলেন, মাননীয় শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনির নির্দেশনা অনুযায়ী ৩১ জুলাই শনিবার থেকে আমি এ কার্যক্রম শুরু করেছি। প্রথমদিন দুপুরে পৌরসভার ১নং ওয়ার্ডে রান্না করা এ খাবার বিতরণ করেছি। প্রাথমিক পর্যায়ে প্রতিদিন পৌরসভার ১টি ওয়ার্ড করে ৫নং ওয়ার্ড পর্যন্ত আপাতত আমার এ কার্যক্রম চালু রাখার সিদ্ধান্ত নিয়েছি। পরিস্থিতির আলোকে হয়তো তা বাড়তে পারে।
তিনি আরও বলেন, সামর্থ্যবান অনেক ব্যক্তি রয়েছেন, তারা যদি ওয়ার্ডভিত্তিক অসহায় মানুষদের পাশে এসে সহযোগিতার হাত বাড়িয়ে দেন তাহলে জীবন-জীবিকার প্রয়োজনে অসহায় মানুষদের কাজের জন্যে রাস্তায় নামতে হবে না। আর কেউ খাদ্যের অভাবও অনুভব করবেন না। তিনি করোনাকালীন সকল সামর্থ্যবানদের এগিয়ে আসার জন্যে অনুরোধ জানান। প্রতিদিন ৩শ’ জনকে রান্না করা এ খাবারের প্যাকেট দেয়া হবে বলে তিনি জানান। প্রতিটি প্যাকেটে রয়েছে পোলাউ, মুরগীর মাংস, ডিম ও ১টি করে পানির বোতল।