মঙ্গলবার, ০৭ জানুয়ারি, ২০২৫  |   ১৮ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জের লক্ষ্মীপুরে কিশোর গ্যাংয়ের হামলায় গুরুতর আহত ৩ : এলাকায় আতঙ্ক
  •   শিক্ষা খাতে নজিরবিহীন রদবদল: একযোগে চার বোর্ড চেয়ারম্যানকে ওএসডি
  •   মধ্যরাতের আতঙ্ক
  •   চীনা সেনাদের ভারতের অরুণাচলে অনুপ্রবেশ: বিতর্কিত অঞ্চল নিয়ে উত্তেজনা তুঙ্গে
  •   আপনার টাকা কোথায় গেল?

প্রকাশ : ০২ আগস্ট ২০২১, ০০:০০

চাঁদপুরে করোনা রোগী ১০ হাজার ছাড়িয়েছে ॥ মৃত্যু ১৭১

একদিনে শনাক্ত হয়েছে ৩৬৭ জন

চাঁদপুরে করোনা রোগী ১০ হাজার ছাড়িয়েছে ॥ মৃত্যু ১৭১
চাঁদপুর কণ্ঠ রিপোর্ট ॥

১৬ মাসে চাঁদপুর জেলায় করোনা শনাক্ত রোগী ১০ হাজার ছাড়িয়েছে। গতকাল ১ আগস্ট এই সংখ্যা হয় ১০ হাজার ২শ’ ১৮ জন। আর এ সময়কালে জেলায় করোনায় আক্রান্ত হয়ে মোট মারা গেছে ১৭১ জন। এদিকে ১৬ মাসে ১০ সহস্রাধিক শনাক্ত হলেও ১ মাসে শনাক্ত হয়েছে ৪ হাজার ৩শ’ ৭১ জন। এ মাসটি হচ্ছে গেলো জুলাই মাস। এ মাসে মারাও গেছে সর্বাধিক। এ হিসাব চাঁদপুর সিভিল সার্জন কার্যালয় সূত্রে পাওয়া।

গত বছরের ৮ এপ্রিল চাঁদপুরে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। সেদিন থেকে গতকাল ১ আগস্ট পর্যন্ত এই ১৬ মাসে চাঁদপুর জেলায় করোনা শনাক্ত হয়েছে ১০ হাজার ২শ’ ১৮ জন। গতকাল শনাক্ত হয়েছে ৩৬৭ জন। আরটি পিসিআর ল্যাব এবং রেপিড এন্টিজেন টেস্টসহ ৮৯৯ জনের নমুনা পরীক্ষা করে ৩৬৭ জনের রিপোর্ট পজিটিভ আসে। শনাক্তের হার ৪০.৮২ শতাংশ। উপজেলাভিত্তিক এ সংখ্যা হচ্ছে : চাঁদপুর সদর ১৫৪ জন, মতলব উত্তর ১২ জন, ফরিদগঞ্জ ৪৮ জন, হাজীগঞ্জ ৩০ জন, মতলব দক্ষিণ ৪৪ জন, কচুয়া ২৩ এবং শাহরাস্তি উপজেলায় ৫৬ জন।

এদিকে ১০ সহস্রাধিকের মধ্যে আক্রান্ত সর্বাধিক উপজেলা হচ্ছে চাঁদপুর সদর। এ উপজেলায় শনাক্ত হয়েছে ৪৪৪৪ জন। এরপর দ্বিতীয় অবস্থানে আছে শাহরাস্তি উপজেলা। এ উপজেলায় শনাক্তের সংখ্যা হলো ১২৩৪ জন। এদিকে গতকাল রোববার করোনা পজিটিভ আরও ৩ জনের মৃত্যুর সংবাদ জানা গেছে। এরা হচ্ছেন : চাঁদপুর বাবুরহাট এলাকার শাহানারা বেগম (৫৫), হাজীগঞ্জ উপজেলার নওহাটা গ্রামের আবুল বাসার (৭০) ও শাহরাস্তি উপজেলা সূচিপাড়া দক্ষিণ ইউনিয়নের রাগৈ গ্রামের হাফেজ আহমেদ (৬২)। এই তিনসহ ১৬ মাসে মোট মৃত্যুর সংখ্যা হলো ১৭১

জন। এছাড়া চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের আইসোলেশন ইউনিটে গত ২৪ ঘণ্টায় করোনা উপসর্গ নিয়ে ৫ জন মারা যাওয়ার তথ্য জানা গেছে। এরা হচ্ছেন : ফরিদগঞ্জের কাছিয়ারা গ্রামের আমির হোসেন (৬০), একই উপজেলার বালিথুবা গ্রামের সামছুন্নাহার (৬৫), চাঁদপুর শহরের বিটি রোডের রেজিয়া বেগম (৫৫), শাহরাস্তির রায়শ্রী গ্রামের বিনয় ভূষণ (৭০) ও কচুয়া উপজেলার নিশ্চিন্তপুর গ্রামের হালিমা খাতুন (৩৫)।

জেলা সিভিল সার্জন অফিস থেকে আরো জানা যায়, গতকাল একদিনে ১৩৪ জনকে সুস্থ ঘোষণা করা হয়েছে। এই সংখ্যাসহ এ পর্যন্ত সুস্থ হয়েছে ৬৮৭৭ জন আর বর্তমানে চিকিৎসাধীন আছেন ৩১৭০ জন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়