মঙ্গলবার, ০৭ জানুয়ারি, ২০২৫  |   ১৮ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জের লক্ষ্মীপুরে কিশোর গ্যাংয়ের হামলায় গুরুতর আহত ৩ : এলাকায় আতঙ্ক
  •   শিক্ষা খাতে নজিরবিহীন রদবদল: একযোগে চার বোর্ড চেয়ারম্যানকে ওএসডি
  •   মধ্যরাতের আতঙ্ক
  •   চীনা সেনাদের ভারতের অরুণাচলে অনুপ্রবেশ: বিতর্কিত অঞ্চল নিয়ে উত্তেজনা তুঙ্গে
  •   আপনার টাকা কোথায় গেল?

প্রকাশ : ৩১ জুলাই ২০২১, ০০:০০

বীর মুক্তিযোদ্ধা আঃ ছাত্তার খন্দকারকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন
রেদওয়ান আহমেদ জাকির ॥

মতলব দক্ষিণ উপজেলার নারায়ণপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের ইউপি সদস্য ও পয়ালী গ্রামের খন্দকার বাড়ির বীর মুক্তিযোদ্ধা আঃ ছাত্তার খন্দকার (৭০) বার্ধক্যজনিত কারণে গত ২৯ জুলাই ৫টা ৪০ মিনিটে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে...রাজেউন)। গতকাল ৩০ জুলাই সকাল ১০টায় পয়ালী প্রাথমিক বিদ্যালয় মাঠে রাষ্ট্রীয় মর্যাদায় তাকে গার্ড অব অনার প্রদান করা হয়।

২৯ জুলাই বিকেলে তিনি অসুস্থ হওয়ার পর তাকে মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ ছেলে ও ১ মেয়েসহ অনেক আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে যান।

মরহুমের নামাজে জানাজা সকাল ১০টায় পয়ালী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। পরে তাঁকে পুলিশের একটি চৌকষ দল গার্ড অব অর্নার প্রদান করে। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সেটু কুমার বড়ুয়া ও মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ মোঃ মহিউদ্দিন মিয়া প্রশাসনের পক্ষ থেকে মরহুমের কফিনে শেষ শ্রদ্ধা নিবেদন করেন।

এ সময় নারায়ণপুর ইউপি চেয়ারম্যান জহিরুল মোস্তফা তালুকদার, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার মোঃ বশির উল্যাহ সরকার, সাবেক সহকারী কমান্ডার মোস্তফা কামাল, বীর মুক্তিযোদ্ধা বিভূতি ভূষণ সরকার প্রমুখ উপস্থিত ছিলেন।

পরে মরহুমের মরদেহ পয়ালী গ্রামের নিজ বাড়ির (খন্দকার বাড়ি) পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। আঃ ছাত্তার খন্দকারের মৃত্যুতে গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারে প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন মতলব দক্ষিণ উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও মুক্তিযোদ্ধাবৃন্দ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়