মঙ্গলবার, ০৭ জানুয়ারি, ২০২৫  |   ১৮ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জের লক্ষ্মীপুরে কিশোর গ্যাংয়ের হামলায় গুরুতর আহত ৩ : এলাকায় আতঙ্ক
  •   শিক্ষা খাতে নজিরবিহীন রদবদল: একযোগে চার বোর্ড চেয়ারম্যানকে ওএসডি
  •   মধ্যরাতের আতঙ্ক
  •   চীনা সেনাদের ভারতের অরুণাচলে অনুপ্রবেশ: বিতর্কিত অঞ্চল নিয়ে উত্তেজনা তুঙ্গে
  •   আপনার টাকা কোথায় গেল?

প্রকাশ : ৩১ জুলাই ২০২১, ০০:০০

আমেরিকা ও কানাডায় বাঙালিদের প্রাণের সংগঠন ‘ফোবানা’
অনলাইন ডেস্ক

চাঁদপুর পৌরসভার মেয়র অ্যাডঃ মোঃ জিল্লুর রহমান জুয়েল বলেছেন, প্রবাসী বাঙালিরা যে মানবিক গুণে গুণান্বিত তার বড় প্রমাণ ‘ফোবানা’। পৃথিবীর যে দেশেই বাঙালিরা থাকুক না কেনো সেখানেই তারা আপন মনে সুখ-দুঃখের কমিউনিটি গড়ে তোলেন। তাদের মানবিক আচরণ ও কার্যাবলি আমাদের হৃদয় ও মন স্পর্শ করে। বিশেষ করে প্রাকৃতিকভাবে সৃষ্ট বিভিন্ন দুর্যোগ দুঃসময়ে তারা সুদূর প্রবাসে থেকেও দেশের প্রতি বিভিন্নভাবে সাহায্য-সহযোগিতার হাত বাড়িয়ে দেন। শুধু তাই নয়, প্রবাসেও তারা অনেক মানবিক। প্রয়োজনে সেসব দেশের সরকার এবং ক্ষতিগ্রস্ত লোকজনের সাহায্যার্থে সাধ্যমত তাদের পাশে গিয়ে দাঁড়াতে এতটুকু দ্বিধাবোধ করেন না। তাদের এই মানবিক উদারতা দুনিয়ার বুকে এক অনন্য নজির। তাই আমেরিকা ও কানাডায় বাঙালিদের প্রাণের সংগঠন ‘ফোবানা’।

চাঁদপুরের পৌর মেয়র আরো বলেন, বৃহত্তর আমেরিকা ও কানাডার অনেক সমাজকল্যাণমূলক সংগঠনের সমন্বয়ে গঠিত হয়েছে ‘ফোবানা’। আমি পূর্ব থেকেই ‘ফোবানা’র কার্যক্রম সম্পর্কে জানি। সংগঠনটির নেতৃস্থানীয় দু-একজনের সাথে আমার পরিচয় আছে। আমেরিকা ও কানাডায় বাঙালিদের সুখ-দুঃখের সংগঠন হচ্ছে ‘ফোবানা’। ‘ফোবানা’র সম্মেলনে ‘বাংলাদেশের স্বাধীনতার পঞ্চাশ বছর পূর্তি অর্থাৎ সুবর্ণজয়ন্তী’ ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের একশ’ বছর পূর্তি’, ‘জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পঞ্চাশ বছর পূর্তি তথা সুবর্ণজয়ন্তীসহ বাংলাদেশের নানা ইতিহাস ও ঐতিহ্য স্থান পাবে জেনে আমি আনন্দিত। তাঁদের এই উদ্যোগ ও প্রয়াস দেশের প্রতি তাদের গভীর মমত্ববোধের পরিচায়ক। চাঁদপুরেও তাদের মানবিক সহায়তার বিভিন্ন কার্যক্রম জুলাই মাস থেকে শুরু হয়ে নভেম্বর ২০২১ পর্যন্ত চলবে জেনে আমি তাদেরকে আন্তরিকভাবে সাধুবাদ জানাই। চাঁদপুর পৌরসভার ১নং ওয়ার্ডের দুঃস্থ, অসহায় ও গরীব শতাধিক পরিবারের মাঝে মানবিক সহযোগিতার আজকের যে কর্মসূচি তাকে আমি স্বাগত জানাই। দেশে-বিদেশে তাদের সার্বিক সাফল্য কামনা করি এবং সেইসাথে ‘ফোবানা’র সাথে সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ জানাই।

তিনি সম্প্রতি চাঁদপুর পুরাণ বাজার উপ-ডাকঘর প্রাঙ্গণে সামাজিক দূরত্ব বজায় রেখে এবং যথাযথ স্বাস্থ্য সুরক্ষা মেনে ‘ফোবানা’র উদ্যোগে পুরাণবাজার ও নতুনবাজারের ১৫০ পরিবারকে মানবিক সহায়তা প্রদানের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। এ সভায় সভাপতিত্ব ও সঞ্চালনা করেন দৈনিক একাত্তর কণ্ঠের পত্রিকার প্রতিষ্ঠাতা, সম্পাদক ও প্রকাশক এবং একাত্তর ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক কাজী বেলাল। অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন চাঁদপুর পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি রাধা গোবিন্দ গোপ এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যথাক্রমে জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমি (নায়েম)-এর মহাপরিচালক প্রফেসর ড. মোঃ লোকমান হোসেন, ঢাকা মেট্রোপলিটন পুলিশের সিনিয়র অ্যাসিস্ট্যান্ট কমিশনার (প্রশাসন ও অর্থ) মোঃ শাহাদাত হোসেন, বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও চাঁদপুর জেলা স্কাউটস-এর সেক্রেটারী অজয় কুমার ভৌমিক, চাঁদপুর জেলার পিপি অ্যাডঃ রনজিত কুমার রায় চৌধুরী, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চাঁদপুর জেলার সহকারী পরিচালক একেএম দিদারুল আলম, অধুনালুপ্ত দৈনিক আজকের সংবাদ পত্রিকার সম্পাদক, সাহিত্য ও সাংস্কৃতিক সংগঠন ‘শিল্পচূড়া’র সভাপতি বিশিষ্ট সংগঠক ও কলামিস্ট মাহাবুবুর রহমান সেলিম, চাঁদপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সহ-সভাপতি তমাল কুমার ঘোষ, দৈনিক আলোকিত চাঁদপুর পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক ডাঃ মোঃ ছফিউল্লাহ, চাঁদপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক গোপাল সাহা ও চাঁদপুর পুরাণবাজার উপ-ডাকঘরের পোস্টমাস্টার রিপন সাহা।

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক, বেঙ্গল ইন্ডাস্ট্রির স্বত্বাধিকারী মোস্তফা কামাল, চাঁদপুর জেলা সম্মিলিত মানবাধিকার পরিষদের সাধারণ সম্পাদক ডাঃ শেখ মহসিন, গ্রীন বাংলা অনলাইন পোর্টাল ভার্সনের সম্পাদক আশিক খান ও দৈনিক একাত্তর কণ্ঠের স্টাফ রিপোর্টার মোহাম্মদ ইমাম হোসেন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট গীতিকার মোঃ ইউছুফ, স্থানীয় সমাজসেবক মোহাম্মদ মাইনুদ্দিন, যুব সমাজ কর্মী মোঃ মনির হোসেন, সাংবাদিক শাওন পাটোয়ারী, একাত্তর ফাউন্ডেশনের অর্থ সম্পাদক কাজী সোহেল, দৈনিক একাত্তর কণ্ঠ পত্রিকার স্টাফ রিপোর্টার মোঃ মজিবুর রহমান, জহিরউদ্দিন নিশান, সূচনা সাহা, একাত্তর ফাউন্ডেশনের কার্যনির্বাহী সদস্য আদনান মুসাফির, মোহাম্মদ ফয়সাল, আতাউর রহমান জুটন, চাঁদপুর পৌর মহিলা আওয়ামী লীগ নেত্রী আয়েশা আক্তার শ্যামলী, সাজেদা মুক্তা, রোকসানা আক্তার প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত ও গীতা পাঠ করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি এবং বিশেষ অতিথিদের কে ফুলেল শুভেচ্ছায় অভিষিক্ত করা হয় এবং ফোবানা কনভেনশন লেখা সম্বলিত গেঞ্জি উপহার দেয়া হয়।

অনুষ্ঠানশেষে নারী-পুরুষের সমতার ভিত্তিতে চাঁদপুর পৌরসভার ১নং ওয়ার্ডের নিতাইগঞ্জ, মোম ফ্যাক্টরি এলাকার দুঃস্থ, অসহায় ও হতদরিদ্র ১০০ পরিবারের প্রত্যেককে প্রায় ১১ কেজি ওজনের খাদ্য সামগ্রী মানবিক সহায়তা হিসেবে প্রদান করা হয়। পরে ওই দিন বাদ আসর ১২ নং ওয়ার্ডের নাজির পাড়া এলাকার গরিব ও অসহায় পঞ্চাশটি পরিবারের মাঝে মানবিক খাদ্য সহায়তা প্রদান করা হয়। মোট ১৫০টি পরিবারে খাদ্য সহায়তা প্রদানের মধ্যে ছিলো জনপ্রতি চাউল পাঁচ কেজি, তৈল ১ লিটার, মসুরের ডাল ১ কেজি, পেঁয়াজ ১ কেজি, চিনি ১ কেজি, লবণ ১ কেজি, সেমাই ইত্যাদি।

উল্লেখ্য, ৩৫ তম ‘ফোবানা' সম্মেলন অনুষ্ঠিত হবে আগামী ২৬, ২৭ ও ২৮ নভেম্বর-২০২১ খ্রিস্টাব্দ তারিখে আমেরিকার ওয়াশিংটন ডিসিতে। এ উপলক্ষে ‘ফোবানা'র উদ্যোগে এবং পরিচালনায় এসব মানবিক সহায়তা কার্যক্রমের মধ্যে আরও রয়েছে গরীব, অসহায় ও দুস্থদের মাঝে বস্ত্র বিতরণ, দুঃস্থদের মাঝে উন্নতমানের খাবার পরিবেশনসহ নানা মানবিক সহায়তা কর্মসূচি। ‘ফোবানা’র এসব কার্যক্রমে চাঁদপুরে স্থানীয়ভাবে সহযোগিতায় রয়েছে একাত্তর ফাউন্ডেশন এবং দৈনিক একাত্তর পত্রিকা। ‘ফোবানা’ সম্মেলনের সার্বিক সফলতা কামনা করে দেশে-বিদেশে সকলের কাছে দোয়া চেয়েছেন যথাক্রমে ‘ফোবানা’ প্রেসিডেন্ট ইনারা ইসলাম, সম্মেলন পরিচালনা কমিটির আহ্বায়ক জি আই রাসেল, যুগ্ম আহ্বায়ক পারভীন পাটওয়ারী মনি, সদস্য সচিব শিব্বির আহমেদ, সম্মেলন পরিচালনা কমিটির প্রধান পৃষ্ঠপোষক কবির পাটওয়ারী। (প্রেস বিজ্ঞপ্তি)

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়