মঙ্গলবার, ০৭ জানুয়ারি, ২০২৫  |   ১৮ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জের লক্ষ্মীপুরে কিশোর গ্যাংয়ের হামলায় গুরুতর আহত ৩ : এলাকায় আতঙ্ক
  •   শিক্ষা খাতে নজিরবিহীন রদবদল: একযোগে চার বোর্ড চেয়ারম্যানকে ওএসডি
  •   মধ্যরাতের আতঙ্ক
  •   চীনা সেনাদের ভারতের অরুণাচলে অনুপ্রবেশ: বিতর্কিত অঞ্চল নিয়ে উত্তেজনা তুঙ্গে
  •   আপনার টাকা কোথায় গেল?

প্রকাশ : ৩১ জুলাই ২০২১, ০০:০০

বিধিনিষেধ অমান্য করে ফুটবল খেলা ॥ ৪৪ জন আটক
মিজানুর রহমান ॥

চাঁদপুর শহরে লকডাউনের মাঝে স্বাস্থ্যবিধি না মানায় ও বিধি-নিষেধ অমান্য করে ফুটবল খেলায় ৪৪ জনকে আটক করেছে চাঁদপুর জেলা পুলিশ।

৩০ জুলাই শুক্রবার বিকেলে চাঁদপুর রেলওয়ে বড়স্টেশন আক্কাছ আলী রেলওয়ে মাঠ থেকে তাদের আটক করে থানায় নিয়ে যাওয়া হয়েছে। পুলিশ সুপার মোঃ মিলন মাহমুদ বিপিএম (বার) জেলার অন্যান্য পুলিশ এবং থানা ফোর্সকে সাথে নিয়ে নিজেই এ অভিযান পরিচালনা করেন। এ সময় পুলিশ সুপার জানান, করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে বাধ্যতামূলক মাস্ক পরা, অযথা ঘোরাফেরা বন্ধ করা, দোকানপাট খোলা না রাখা, জনসমাগম নিষিদ্ধসহ জনসাধারণকে সচেতন করার লক্ষ্যে ‘বিশেষ উদ্বুদ্ধকরণ কর্মসূচি’ চলমান রেখেছে জেলা পুলিশের বিভিন্ন ইউনিট। আজকে আমরা জনসমাগম হয় এমন স্থান চাঁদপুর প্রেসক্লাবের পিছনে এবং বড় স্টেশন মোলহেডে টহল অভিযান পরিচালনা করি। এ সময় দেখতে পাই, রেলওয়ে আক্কাছ আলী স্কুল মাঠে প্রায় শতাধিক লোক জড় হয়েছে এবং এখানে ফুটবল খেলা হচ্ছে। কঠোর বিধিনিষেধ না মেনে তারা খেলার আয়োজন করেছে। এখান থেকে আমরা পঞ্চাশের বেশি লোককে আটক করেছি। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

অভিযান পরিচালনার সময় অন্যান্য কর্মকর্তার মধ্যে ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) সুদীপ্ত রায়, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আসিফ মহিউদ্দীন, চাঁদপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আবদুর রশিদ এবং পুলিশ পরিদর্শক (তদন্ত) সুজন কান্তি বড়ুয়াসহ সঙ্গীয় ফোর্স।

সর্বশেষ জানা যায়, আটককৃতদের মুচলেকা নিয়ে অভিভাবকদের জিম্মায় ছেড়ে দেয়া হয়েছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়