বুধবার, ০২ এপ্রিল, ২০২৫  |   ২৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ০৪ অক্টোবর ২০২২, ০০:০০

চাঁদপুরে বিশ্ব শিশু দিবস ও বিশ্ব শিশু অধিকার সপ্তাহ উদযাপন
স্টাফ রিপোর্টার ॥

‘গড়বে শিশু সোনার দেশ, ছড়িয়ে দিয়ে আলোর রেশ’ এ প্রতিপাদ্য নিয়ে চাঁদপুর জেলায় ৩ অক্টোবর বিশ্ব শিশু দিবস ও বিশ্ব শিশু অধিকার সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে চাঁদপুর শিশু একাডেমি ও জেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক কামরুল হাসান। সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইমতিয়াজ হোসেন।

শিশুদের পরিবেশনায় সমবেত সঙ্গীত উপস্থাপন শেষে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় নির্মিত একটি প্রামাণ্য ভিডিওচিত্র প্রদর্শন করা হয়। দিবসটি উদযাপনে আয়োজিত চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন জেলা প্রশাসক কামরুল হাসান।

সংগীত শিল্পী মৃণাল সরকারের নেতৃত্বে শিশু একাডেমি চাঁদপুরের শিশু শিল্পীদের পরিবেশনায় উৎসবমুখর কোরাস সংগীতের মাধ্যমে শিশুদের অধিকারগুলো ফুটে উঠে। জেলা প্রশাসক পুরো অনুষ্ঠান উপভোগ করেন এবং শিশু একাডেমি চাঁদপুরের সকল প্রশিক্ষণার্থী, প্রশিক্ষক, অভিভাবকদের ধন্যবাদ জানিয়ে বলেন, আমরা এই শিশুদের নিয়ে সোনার বাংলা গড়ে তুলবো। পরে ৩২ জন শিশুকে পুরস্কার প্রদান করেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়