প্রকাশ : ০২ জুন ২০২২, ০০:০০
কচুয়া বঙ্গবন্ধু সরকারি ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মুহাম্মদ শাহাদাত হোসেন কলেজ পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হয়েছেন। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ, সেবা শাখা, জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২২ উপলক্ষে উপজেলা পর্যায়ে তিনি শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হয়েছেন।
সহকারী অধ্যাপক মুহাম্মদ শাহাদাত হোসেন ১৯৯৩ কচুয়া বঙ্গবন্ধু ডিগ্রি কলেজে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়ে প্রভাষক পদে শিক্ষকতা পেশায় যোগদান করেন। যোগদানের পর থেকে তিনি এ কলেজের শিক্ষার্থীদের পড়ালেখার মানোন্নয়নে ব্যাপক ভূমিকা রেখে আসছেন। এছাড়া ইতিপূর্বে কচুয়া থেকে প্রকাশিত সাপ্তাহিক কচুয়া বার্তা পত্রিকার ১৪ বছর পূর্তি উপলক্ষে কলেজ পর্যায়ে তাকে শ্রেষ্ঠ শিক্ষক সম্মাননা প্রদান করা হয়।
এক প্রতিক্রিয়ায় সহকারী অধ্যাপক মুহাম্মদ শাহাদাত হোসেন জানান, দীর্ঘ ২৯ বছরের শিক্ষকতার জীবনে বিভিন্ন প্রতিকূলতার মধ্য দিয়ে কচুয়া বঙ্গবন্ধু সরকারি ডিগ্রি কলেজে শিক্ষার্থীদের পাঠদান করিয়ে আসছি। শিক্ষার মানোন্নয়নে কাজ করায় আজ আমাকে পুরস্কৃত করেছে। এই আনন্দ সকলের, এই খুশি কচুয়া বঙ্গবন্ধু সরকারি ডিগ্রি কলেজের সকল শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকের। আগামীদিনের পথচলায় কচুয়াবাসী তথা দেশবাসীর নিকট দোয়া কামনা করছি।