রবিবার, ১৯ জানুয়ারি, ২০২৫  |   ২৪ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ০১ জুন ২০২২, ০০:০০

হত্যা মামলার আসামী জহির খান আটক
গোলাম মোস্তফা ॥

চাঁদপুর শহরের পুরাণবাজার এলাকার চিহ্নিত সন্ত্রাসী, মাদক বিক্রেতা, হত্যা মামলাসহ বেশ ক’টি মামলায় এজাহারভুক্ত আসামী জহির খানকে আটক করেছে চাঁদপুর সদর মডেল থানা পুলিশ।

জানা যায়, ক’দিন পূর্বে পুরাণবাজারের আজমিরি অটো রাইস মিলের কর্মচারী আল-আমিন গাজীকে হত্যার উদ্দেশ্যে হামলা করে তাকে গুরুতর আহত করে জহির খান। এ ঘটনায় আল-আমিন বাদী হয়ে জহির খানকে প্রধান আসামী করে সদর মডেল থানায় একটি মামলা দায়ের করলে পুলিশ অভিযান চালিয়ে পুরাণবাজার এলাকা থেকে তাকে আটক করে।

এদিকে চাঁদপুর সদর মডেল থানায় দায়েরকৃত মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১৩ মে রাতে আজমিরি অটোরাইস মিলের কর্মচারী আল-আমিন মিলের কালেকশন করে মিলে ফেরার পথে নতুনবাজার-পুরাণবাজার ব্রিজের ঢালে পৌঁছলে মোঃ জহির খান, সোহেল মোল্লাসহ বেশ ক’জন সন্ত্রাসী আল-আমিনকে হত্যার উদ্দেশ্যে গলায় ধারালো অস্ত্র দিয়ে দিয়ে আঘাত করে। এমনকি তারা আল-আমিনের সাথে থাকা রাইস মিলের ২ লাখ ৭০ হাজার ৭৫০ টাকা নিয়ে যায়। এ ঘটনায় মামলা দায়েরের ১৫ দিন পর পুলিশ তাকে আটক করে আদালতে সোপর্দ করে।

উল্লেখ্য, আটক জহির খানের বিরুদ্ধে পুরাণবাজার এলাকার সন্ত্রাসী, মাদকসহ বিভিন্ন অপকর্মের মূল হোতা হিসেবে বহু অভিযোগ রয়েছে। তার বিরুদ্ধে চাঁদপুর সদর মডেল থানায় হত্যা মামলাসহ একাধিক মামলা রয়েছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়