রবিবার, ১৯ জানুয়ারি, ২০২৫  |   ২৪ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ০১ জুন ২০২২, ০০:০০

আধূনিক চাঁদপুর জেলা শাখার বিশ্ব তামাকমুক্ত দিবস পালন
বাদল মজুমদার ॥

‘আমরা ধূমপান নিবারণ করি’ (আধূনিক) চাঁদপুর জেলা শাখার আয়োজনে গতকাল বিশ্ব তামাকমুক্ত দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল ৩১ মে মঙ্গলবার চাঁদপুর শহরের স্টেডিয়াম রোডস্থ ডাঃ সৈয়দা বদরুন নাহার চৌধুরীর চেম্বারের সভাকক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি স্বাধীনতা পদকপ্রাপ্ত নারী মুক্তিযোদ্ধা ডাঃ সৈয়দা বদরুন নাহার চৌধুরী। তিনি তাঁর বক্তব্যে বলেন, ধূমপানমুক্ত সমাজ গড়তে হবে। সেজন্যে আমাদের মানুষদের বোঝাতে হবে, ধূমপানের ক্ষতিকর বিষয়গুলো ঘনবসতিপূর্ণ এলাকায় গিয়ে বোঝাতে হবে।

সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন দৈনিক চাঁদপুর কণ্ঠের প্রধান সম্পাদক কাজী শাহাদাত, জীবনদীপের প্রতিষ্ঠাতা অ্যাডঃ বিনয় ভূষণ মজুমদার, আধূনিক চাঁদপুর জেলা শাখার সহ-সভাপতি শাহাজান চোকদার, বাসুদেব মজুমদার, যুগ্ম মহা সচিব শামীম আহম্মেদ খান, প্রচার সম্পাদক ছানাউল্লাহ, প্রতিষ্ঠাতা সদস্য এএসএম সফিকুর রহমান, চাঁদপুর সেন্ট্রাল ইনার হুইল ক্লাবের সভাপতি রোটাঃ মাহমুদা খানম, চাঁদপুর আদর্শ হোমিওপ্যাথিক কলেজের অধ্যক্ষ ডাঃ মোজ্জাম্মেল হক পাটওয়ারী, চাঁদপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পরিচালক গোপাল সাহা, জেলা মাধ্যমিক সহকারী শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন, চাঁদপুর বাক্ ও বুদ্ধিপ্রতিবন্ধী বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা প্রতিমা ভৌমিক, সহকারী শিক্ষিকা বিচিত্রা সাহা, বীনা মজুমদার, সংগঠনের সদস্য, নূর জাহান সেতু, নূরে আলম ও তাকওয়া মডেল একাডেমির অধ্যক্ষ জালাল উদ্দিন। অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন সংগঠনের মহাসচিব ব্যাংকার মুজিবুর রহমান।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়