রবিবার, ১৯ জানুয়ারি, ২০২৫  |   ২৪ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ৩১ মে ২০২২, ০০:০০

চাঁদপুরে জনশুমারি ও গৃহগণনা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা শুরু
অনলাইন ডেস্ক

দেশে প্রথমবারের মতো সপ্তাহব্যাপী ডিজিটাল জনশুমারি ও গৃহগণনা শুরু হচ্ছে আগামী ১৫ জুন। চলবে ২১ জুন পর্যন্ত। এ উপলক্ষে চাঁদপুর জেলা পরিসংখ্যান অফিসের আয়োজনে ৬ষ্ঠ জনশুমারি ও গৃহগণনা ২০২২-এর মূল শুমারি কার্যক্রম পরিচালনার লক্ষ্যে উপজেলা শুমারি সমন্বয়কারী ও জোনাল অফিসারদের ৪ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল ৩০ মে সোমবার সকালে চাঁদপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে চারদিনব্যাপী এই প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন করেন জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ।

জেলা পরিসংখ্যান কার্যালয়ের উপ-পরিচালক নাইমা রহমানের পরিচালনায় ও সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান নূরুল ইসলাম নাদিম দেওয়ান, সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হেলাল চৌধুরী প্রমুখ।

জেলা পরিসংখ্যান অধিদপ্তরের উপ-পরিচালক নাইমা রহমান বলেন, এবার জনশুমারির ক্ষেত্রে বাংলাদেশের যেসব নাগরিক বিদেশে অবস্থান করছে এবং বিদেশী যে সব নাগরিক বাংলাদেশে অবস্থান করছে তাদেরও শুমারির আওতায় আনা হবে। তিনি বলেন, এ জনশুমারি ও গৃহগণনার উদ্যোগ বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো নিলেও এ কাজ সকলের। এজন্যে সকলকে নিজের কাজ মনে করে এ কাজে সহযোগিতা করতে হবে।

প্রশিক্ষণে ৮জন উপজেলা শুমারি সমন্বয়কারী, ৫২ জন জোনাল অফিসার, ৫২ জন আইটি সুপারভাইজার অংশগ্রহণ করেন। ৩০ মে থেকে আগামী ২ জুন পর্যন্ত এই প্রশিক্ষণ কার্যক্রম চলবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়