প্রকাশ : ৩১ মে ২০২২, ০০:০০
মতলব উত্তর উপজেলায় ব্যক্তি মালিকানাধীন স্পীডবোট আত্মসাৎ ও ভাংচুরের মামলায় জহিরাবাদ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ সেলিম গাজীসহ ৪ আসামীকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত।
৩০ মে সোমবার দুপুরে চাঁদপুরের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ কামাল হোসাইন এই আদেশ দেন।
চেয়ারম্যান ছাড়া বাকি তিন আসামী হলেন : জহিরবাদ ইউনিয়নের মৃত হাকিম বেপারীর ছেলে কাজল মেম্বার , আসাদ মেম্বারের ছেলে মোঃ শফিক ও বালুচর এলাকার গিয়াস উদ্দিন গাজীর ছেলে গাজী নাজমুল। মামলার বাদী একই উপজেলার মোহনপুর এলাকার কাজী আবুল হোসেনের ছেলে ব্যবসায়ী কাজী আব্দুল মতিন।
মামলার বিবরণে জানা যায়, ২০২১ সালের ২৪ জুলাই বিকেল আনুমানিক সাড়ে ৪টার দিকে চেয়ারম্যান সেলিম গাজী ও তার লোকজন সংঘবদ্ধ হয়ে আঃ মতিনের ব্যক্তি মালিকানাধীন বালু মহালের মালামাল ও লোকজন আনা-নেয়ার কাজে নিয়োজিত স্পীডবোট ভাংচুর করে ও ভয় দেখিয়ে নিয়ে যায়। এই ঘটনায় কাজী আব্দুল মতিন মতলব উত্তর থানায় পরদিন ২৫ জুলাই বর্তমান জহিরাবাদ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সেলিম গাজীসহ ১২জনকে আসামী করে ১৪৩/১১৪/৪২৭/৪৩৯ /৫০৬ (২) ধারার অপরাধের অভিযোগ এনে মামলা করেন।
মামলার বাদী কাজী আব্দুল মতিন বলেন, মামলা দীর্ঘ একবছর চলমান থাকা অবস্থায় তারা আদালতে হাজির হয়নি। আজকে চেয়ারম্যান সেলিম গাজীসহ এজাহারভুক্ত আরো তিন আসামী স্বেচ্ছায় আদালতে হাজিরা দিতে আসেন এবং জামিনের জন্যে আবেদন করেন। কিন্তু আদালত তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এই মামলার আরো ৮ জন আসামী পলাতক রয়েছেন। আসামী পক্ষের আইনজীবী ছিলেন মোঃ সেলিম মিয়া।