প্রকাশ : ৩১ মে ২০২২, ০০:০০
চাঁদপুর জেলা জজশীপের ৯ কর্মচারীর বিদায় উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। চাঁদপুর বিচার বিভাগের আয়োজনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
৩০ মে সোমবার বিকেলে জেলা জজ আদালতের ব্যাডমিন্টন মাঠ চত্বরে আয়োজিত বিদায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চাঁদপুর জেলা ও দায়রা জজ এসএম জিয়াউর রহমান।
বিদায় সংবর্ধনাপ্রাপ্ত কর্মচারীরা হলেন : নেজারত শাখার জারিকারক মোহাম্মদ ইসমাইল সিরাজী, সিনিয়র সহকারী জজ আদালত মতলবের জারিকারক সিদ্দিকুর রহমান, সিনিয়র সহকারী জজ কচুয়া আদালতের জারিকারক মোহাম্মদ সাহেব আলী, সিনিয়র সহকারী জজ আদালত মতলবের জারিকারক মনছুর আহমেদ মজুমদার, হাজীগঞ্জের জারিকারক হাফেজ আহম্মদ আখন, সহকারী জজ আদালত শাহরাস্তির বেঞ্চ সহকারী আলী আকবর খান, ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনাল আদালতের বেঞ্চ সহকারী আবু তাহের তালুকদার, জেলা জজ আদালতের অনুলিপি বিভাগ, তুলনা সহকারী এবিএম মনিরুল ইসলাম ও বদলিজনিত কারণে পদোন্নতিপ্রাপ্ত সাবেক নাজির এটিএম আবদুল মতিন মোল্লা।
বিদায় অনুষ্ঠানে অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক জান্নাতুল ফেরদাউস চৌধুরী, অতিরিক্ত জেলা ও দায়রা জজ ফারহানা ইয়াছমিন, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট (ভারপ্রাপ্ত) মোঃ হাসান, চাঁদপুর সদরের সিনিয়র সহকারী জজ মোঃ মহিউদ্দীন ও সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মিথিলা রাণী দাস।
জেলা নাজির সানাউল্লাহ তালুকদারের সভাপতিত্বে বক্তব্য রাখেন বিদায়ী অতিথিদের পক্ষে সাবেক নাজির এটিএম আবদুল মতিন মোল্লা, মোঃ ইসমাইল সিরাজী, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের প্রধান তুলনাকারক আবদুল কাদির ঢালী, সিনিয়র সহকারী জজ আদালতের সেরেস্তাদার আবদুল ওয়াদুদ, জেলা জজ আদালতের নেজারত শাখার জারিকারক আবুল কাশেম প্রমুখ।
বিদায় অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, বিচারপ্রার্থীদের সাথে কমর্চারীগণ ভালো আচরণ করবেন। কর্মচারীরা মানবিক হলে বিচারপ্রার্থীরা আরো ভালো সেবা পাবেন। বিচারপ্রার্থীরা আদালতে এসে প্রথমে কমর্চারীদের কাছেই আসেন।
তিনি আরো বলেন, বর্তমানে যারা জজশীপে আছেন তারা অনেক আন্তরিকতার সাথেই কাজ করেছেন। যারাই বিদায় নিয়েছেন তারাও এ জজশীপে ভালোভাবে কাজ করে গেছেন।