রবিবার, ১৯ জানুয়ারি, ২০২৫  |   ২৪ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ২৯ মে ২০২২, ০০:০০

উন্নয়ন কাজের মান খারাপ হলে আমাদেরকে জানাতে হবে
কামরুজ্জামান টুটুল ॥

আওয়ামী লীগ সরকার উন্নয়ন নিয়ে কোনো আপোষ করে না। জাতির পিতার সুযোগ্য কন্যা জননেত্রী মাননীয় প্রধানমন্ত্রীর হাত ধরে যেভাবে দেশ এগিয়ে চলছে সেই একই তালে গ্রামের উন্নয়ন সমান্তরালভাবে চলে আসছে। এ উন্নয়ন কাজ করতে গিয়ে কাজের মান নিয়ে আমরা কোনো আপোষ করবো না। কাজের মান খারাপ হলে আমরা জনগণ ও পরবর্তী প্রজন্মের কাছে দায়ী থাকবো। যে ঠিকাদার কাজ খারাপ করবে তার বিষয়ে ব্যবস্থা নিতে আমরা সংশ্লিষ্ট দপ্তরে লিখবো। আমরা চাই না কোনো ঠিকাদার আমাদের উন্নয়নের কাজের মান খারাপ করে আমাদের সাথে পরবর্তী প্রজন্মের দূরত্ব তৈরি করুক। যেখানে আমাদের সরকারের উন্নয়ন হবে সেখানে কাজের মান দেখাশোনা করবে যুবলীগ ও ছাত্রলীগ। তারা আমাদেরকে বিষয়টি জানাবে, আমরা তা পর্যালোচনা করে ওই ঠিকাদারের বিষয়ে ব্যবস্থা নেবো।

শনিবার হাজীগঞ্জ উপজেলার রাজারগাঁও উত্তর ইউনিয়নের উত্তর পূর্ব রাজারগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতল ভবনের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) নির্বাচনী এলাকার সংসদ সদস্য মেজর (অবঃ) রফিকুল ইসলাম বীর উত্তম এমপি।

তিনি বলেন, শুধুমাত্র অবকাঠামোগত উন্নয়ন নয়, দেশের সকল সেক্টরে এবং সার্বিক উন্নয়নে কাজ করছে আমাদের সরকার। মাননীয় প্রধাানমন্ত্রী শেখ হাসিনার ভিশন অনুযায়ী উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশে উন্নীত হবো আমরা। ইতোমধ্যে আমরা মধ্যম আয়ের দেশের দ্বারপ্রান্তে। অনুন্নত ও উন্নয়নশীল বিশ্বের দেশগুলো বাংলাদেশকে রোল মডেল হিসেবে দেখছে। স্বাধীনতার চার দশকে যে উন্নয়ন হয়েছে, গত এক দশকে হাজীগঞ্জ-শাহরাস্তিতে তার চেয়ে বেশি উন্নয়ন হয়েছে। শতভাগ বিদ্যুতায়ন, প্রায় আটশ’ কিলোমিটার গ্রামীণ সড়ক পাকাকরণ, সাত শতাধিক ব্রিজ-কালভার্ট নির্মাণ, ছয় শতাধিক শিক্ষা প্রতিষ্ঠানের ভবন ও ডাকাতিয়া নদীতে ৮টি সেতু নির্মাণ করা হয়েছে। আমাদের উন্নয়নের এ ধারা অব্যাহত থাকবে।

দিনভর অনুষ্ঠিত ভবনসমূহের উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রাশেদুল ইসলাম, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মোঃ আবু তাহের, জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ রোটাঃ আহসান হাবিব অরুণ, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হাজী জসিম উদ্দিন, ইউপি চেয়ারম্যান আলহাজ আব্দুল হাদী মিয়া, মানিক হোসেন প্রধানীয়া ও খোরশেদ আলম বকাউল।

উত্তর পূর্ব রাজারগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মোঃ মাহবুব আলমের সভাপ্রধানে ভবন উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির ত্রাণ বিষয়ক সম্পাদক কাউছার আহমেদ, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আবু, বিদ্যালয়ের দাতা সদস্য আব্দুস সালাম প্রমুখ।

রাজারগাঁও উচ্চ বিদ্যালয়ের বিদ্যোৎসাহী সদস্য কাজী মোঃ ওয়ালী উল্যাহর সভাপ্রধানে ভবন উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথিসহ আরো বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শাহপরান, ইউনিয়ন আওয়ামী লীগ নেতা শাহজালাল চৌধুরী মানিক প্রমুখ।

রাজারগাঁও ফাযিল মাদ্রাসার অধ্যক্ষ মোঃ আনিছুর রহমানের সভাপ্রধানে ভবন উদ্বোধন অনুষ্ঠানে অতিথি ও বিশেষ অতিথিসহ আরো বক্তব্য রাখেন মাদ্রাসার বিদ্যোৎসাহী সদস্য আব্দুল হান্নান পাটওয়ারী, শিক্ষার্থী মোঃ আল-আমিন প্রমুখ।

মেনাপুর বাদশা মিয়া উচ্চ বিদ্যালয়ের সভাপতি ও ইউপি চেয়ারম্যান আলহাজ আব্দুল হাদী মিয়ার সভাপ্রধানে ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার এমএ তাহের, বিদ্যালয় পরিচালনা পর্ষদের সদস্য সেলিম প্রধানীয়া, মোস্তফিজুর রহমান শামিম ও মোহাম্মদ আনিসুজ্জামান শিশির, প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মোহাম্মদ শাহআলম মিজি, সহকারী শিক্ষক মোঃ রবিউল আউয়াল বিপ্লব প্রমুখ।

মেনাপুর পীর বাদশা মিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের সভাপতি সার্জেন্ট (অবঃ) আব্দুর রব মিয়ার সভাপ্রধানে চারতলা বিশিষ্ট নবনির্মিত ভবন এবং আহমেদাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি আলহাজ আব্দুল হাদীর সভাপ্রধানে ভবন উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য রাখেন ইউনিয়ন আওয়ামী লীগের উপদেষ্টা সদস্য মোঃ মোস্তাফিজুর রহমান।

দিনব্যাপী অনুষ্ঠানগুলোতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জোবাইর সৈয়দ, উপজেলা প্রকৌশলী রেজওয়ানুর রহমান, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মোঃ শাহজাহান, ইউপি চেয়ারম্যান ইউসুফ প্রধাানীয়া সুমন, মজিবুর রহমান, সাবেক ইউপি চেয়ারম্যান জাকির হোসেন লিটু প্রমুখ।

উপস্থিত ছিলেন বাকিলা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অমল ধর, বোরখাল উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি হাবিবুর রহমান লিটন, উপজেলা যুবলীগের আহ্বায়ক মাসুদ ইকবাল, সিনিয়র যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন সোহেল, পৌর যুবলীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক তাজুল ইসলাম, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক মেহেদী হাসান রাব্বি প্রমুখ।

রাজারগাঁও ইউনিয়ন যুবলীগ নেতা শাহনেওয়াজ মুন্সীর সঞ্চালনায় অনুষ্ঠানগুলোতে উপস্থিত ছিলেন পৌর ছাত্রলীগের উপ-প্রচার সম্পাদক মাহফুজুর রহমান মিলন, উপ-দপ্তর সম্পাদক নূর-নবী, সহ-সম্পাদক মোঃ আব্দুস সালামসহ উপজেলা, পৌর, রাজারগাঁও ও দ্বাদশগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ অঙ্গ-সহযোগী সংগঠনের কয়েক হাজার নেতাণ্ডকর্মী ও সমর্থক।

উল্লেখ্য, এদিন সকালে তিনি রাজারগাঁও ইউনিয়নে উত্তর পূর্ব রাজারগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত দ্বিতল ভবন, রাজারগাঁও উচ্চ বিদ্যালয়ের চারতলা, রাজারগাঁও ফাযিল মাদ্রাসার চারতলা ও মেনাপুর পীর বাদশা মিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের চারতলা ভবন, মেনাপুর বাদশা মিয়া উচ্চ বিদ্যালয়ের ২য়, ৩য় ও ৪র্থ তলার ঊর্ধ্বমুখী সম্প্রসারণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন, রাজারগাঁও হাইস্কুল-মালাপাড়া পাটওয়ারী বাড়ি রামড়া জিপিএস সড়ক ও চেঙ্গাতলী বাজার-মুকুন্দসার সড়কের উদ্বোধন করেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়