প্রকাশ : ২৯ মে ২০২২, ০০:০০
গতকাল শনিবার ২৮ মে চাঁদপুর সদর উপজেলার বাগাদী ইউনিয়ন পরিষদের ২০২২-২৩ অর্থ বছরের উন্মুক্ত বাজেট অধিবেশন অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সনাক (টিআইবি) চাঁদপুরের সাবেক সভাপতি ও দৈনিক চাঁদপুর কণ্ঠের প্রধান সম্পাদক কাজী শাহাদাত।
সভাপতির বক্তব্যে রাখেন বাংলাদেশ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সমিতির সভাপতি ও চাঁদপুর সদর উপজেলার বাগাদী ইউপি চেয়ারম্যান আলহাজ্ব বেলায়েত হোসেন গাজী বিল্লাল। তিনি বলেন, আমার আজকের সর্বোচ্চ বাজেট থাকবে শিক্ষা ক্ষেত্রে। বাজেটে দারিদ্র্য বিমোচনকেও অগ্রাধিকার দেয়া হয়েছে।
তিনি বলেন, আমি প্রতি ওয়ার্ডে ওয়ার্ডবাসীর সাথে মিটিং করে থাকি এবং সেমতে সমস্যা ও চাহিদা চিহ্নিত করে ব্যবস্থা নেই। আমার ইউনিয়নের জনগণ ভালো থাকলে আমি আত্ম তৃপ্তি পাই। আমার সাধ্যমতো আমার ইউনিয়নের অসহায় ও গরিব মানুষের পাশে দাঁড়াতে চেষ্টা করি এবং এদের পাশে সবসময় থাকবো।
হিসাব সহকারী নুরনবীর পরিচালনায় অধিবেশনে বক্তব্য রাখেন বাগাদী ইউনিয়ন কমিউনিটি পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক মাওঃ জাকির হোসেন হিরু, বাগাদী গণি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামরুল হোসেন, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলাম মিজি, চাঁদপুর সদর উপজেলা আওয়ামী লীগের সদস্য বেলায়েত হোসেন বাবুল মিজি, ইউনিয়ন যুবলীগের সাবেক আহ্বায়ক ও ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাকির হোসেন খান, চাঁদপুর সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সহকারী কমান্ডার আব্দুল মান্নান মিয়াজি, ইউপি সদস্য রিয়াজ উদ্দিন পাটোয়ারী প্রমুখ। উপস্থিত ছিলেন বাগাদী ইউনিয়ন মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার শহীদ মোল্লা, ইউপি সদস্য মোঃ জাকির হোসেন খান, মুনসুর খান, ফজলুর রহমান, মোশাররফ হোসেন, ইলিয়াস খান, আয়শা বেগম, ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মুসলিম খান।
ইউনিয়ন আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক আরিফ উল্লাহ গাজী, ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাইউম খান, যুগ্ম সাধারণ সম্পাদক আলামিন, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মোশাররফ হোসেনসহ ইউনিয়নের বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক ও মাদ্রাসার অধ্যক্ষ ও শিক্ষক, মুক্তিযোদ্ধা, বিভিন্ন পেশার লোকজন ও ছাত্র-ছাত্রী ও বিভিন্ন সামাজিক সংগঠনের লোকজন উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন মাওঃ মোস্তাফিজুর রহমান। সর্বশেষ উন্মুক্ত বাজেট ঘোষণা করেন ইউপি চেয়ারম্যান আলহাজ্ব বেলায়েত হোসেন গাজী বিল্লাল। এবারের বাজেটের পরিমাণ ২ কোটি ৭৮ লাখ ৪৫ হাজার ২২২ টাকা।