রবিবার, ১৯ জানুয়ারি, ২০২৫  |   ২৩ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ২৯ মে ২০২২, ০০:০০

কচুয়ায় ৪টি বেসরকারি হাসপাতালকে সীলগালা করেছে ভ্রাম্যমাণ আদালত
মোহাম্মদ মহিউদ্দিন/মেহেদী হাসান ॥

কচুয়ায় সরকারি নিয়মণ্ডনীতি উপেক্ষা করে বেসরকারি হাসপাতাল পরিচালনার দায়ে চার প্রতিষ্ঠানকে সীলগালা করেছে ভ্রাম্যমাণ আদালত। এছাড়া সরকারি নীতিমালা অনুসারে প্রয়োজনীয় কাগজপত্র না থাকার অভিযোগে ৩টি ডায়াগনস্টিক সেন্টারকে ৪৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল শনিবার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ ইবনে আল জায়েদ হোসেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রাজন কুমার দাসকে সঙ্গে নিয়ে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

সহকারী কমিশনার (ভূমি) মোঃ ইবনে আল জায়েদ বলেন, সরকারি নির্দেশনা অনুযায়ী নিয়মণ্ডনীতি উপেক্ষা করে বেসরকারি হাসপাতাল পরিচালনার অভিযোগে পৌরসভাধীন গুলবাহার শ্যামলী খান ম্যাটারনিটি ক্লিনিক, কেয়ার ডিজিটাল হাসপাতাল (প্রাঃ), সান মেডিকেল সেন্টার ও সিটি প্যাথ ফার্মেসী ডিজিটাল ল্যাব এন্ড ডায়াগনস্টিক সেন্টারকে সীলগালা করে দেয়া হয়েছে। এছাড়া সরকারি নীতিমালা অনুসারে প্রয়োজনীয় কাগজপত্র না থাকার অভিযোগে কচুয়া পল্লীবিদ্যুৎ সংলগ্ন কচুয়া সিটি হস্পিটাল এন্ড ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারকে ৩০ হাজার, সরকারি হাসপাতাল সংলগ্ন মহিউদ্দিন ডিজিটাল মেডিকেল সেন্টারকে ১০ হাজার ও বিশ্বরোডে অবস্থিত কচুয়া নিউ লাইফ ডায়াগনস্টিক এন্ড কনসালটেশন সেন্টারকে ৭ হাজার টাকা জরিমানা করা হয়।

এ সময় কচুয়া থানার পরিদর্শক (তদন্ত) মোঃ ছানোয়ার হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা কার্যে সার্বিক সহযোগিতা প্রদান করেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়