প্রকাশ : ২৮ মে ২০২২, ০০:০০
চাঁদপুর জেলা জাতীয় পার্টির অস্থায়ী কার্যালয় উদ্বোধন করা হয়েছে। গতকাল ২৭ মে দুপুর ১২টায় চাঁদপুর শহরের হাজী মহসীন রোডস্থ সাবেক ছায়াবাণী সিনেমা হলের সামনে জেলা জাতীয় পার্টির অস্থায়ী কার্যালয় উদ্বোধন করা হয়েছে। জেলা জাতীয় পার্টির যুগ্ম আহ্বায়ক অ্যাডঃ আঃ লতিফ শেখের সভাপতিত্বে ও জাতীয় পার্টি কেন্দ্রীয় কমিটির সদস্য প্রকৌশলী শওকত আখন্দ আলমগীরের পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয় পার্টি কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য ও জেলা জাতীয় পার্টির আহ্বায়ক এমরান হোসেন মিয়া।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন জাতীয় পার্টি কেন্দ্রীয় কমিটির প্রাদেশিক বিষয়ক সম্পাদক খোরশেদ আলম খুশু, জাতীয় পার্টি কেন্দ্রীয় কমিটির সদস্য বোরহান উদ্দিন মোল্লা ও আবুল কালাম আজাদ টুলু।
উপস্থিত ছিলেন জেলা জাতীয় পার্টির সদস্য মোঃ রফিকুল ইসলাম খান, চাঁদপুর পৌর জাতীয় পার্টির আহ্বায়ক আলহাজ্ব মোঃ শাহআলম মিজি, যুগ্ম আহ্বায়ক শাহজাহান মাতাব্বর, ইব্রাহিম দেওয়ান স্বপন, জেলা জাতীয় যুব সংহতির আহ্বায়ক গোলামুন্নবী লিটন, সদস্য সচিব মোঃ হান্নান ঢালী, যুগ্ম আহ্বায়ক খোরশেদ আলম রাজা, জেলা জাতীয় শ্রমিক পার্টির সভাপতি আলহাজ্ব মোঃ নান্নু ভূঁইয়া, জেলা মহিলা পার্টির আহ্বায়ক পারুল বেগম, চাঁদপুর সদর উপজেলা যুব সংহতির আহ্বায়ক মোঃ ইসমাইল হোসেন মাঝি, জেলা সাইবার পার্টির আহ্বায়ক জাকারিয়া হান্নান প্রমুখ নেতৃবৃন্দ।