রবিবার, ১৯ জানুয়ারি, ২০২৫  |   ২৪ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ২৮ মে ২০২২, ০০:০০

দুই প্রকৌশলীসহ অজ্ঞাতনামা কয়েকজনের নামে মামলা
আবু সাঈদ কাউসার ॥

রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালের ছাদ থেকে প্রকৌশলী সুব্রত সাহার মৃতদেহ উদ্ধারের ঘটনায় দুই প্রকৌশলীর নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরো কয়েকজনের নামে হত্যা মামলা দায়ের করা হয়েছে। এরা হচ্ছে হোটেল ইন্টারকন্টিনেন্টালের বাংলাদেশ সার্ভিস লিমিটেডের প্ল্যানিং এন্ড ইঞ্জিনিয়ারিং শাখার চীফ অব প্ল্যানিং এন্ড ইঞ্জিনিয়ারিং এর চীফ ইঞ্জিনিয়ার আশ্রাফুর রহিম এবং বাংলাদেশ সার্ভিস লিমিটেডের প্ল্যানিং এন্ড ইঞ্জিনিয়ারিং শাখার চীফ অব প্ল্যানিং এন্ড ইঞ্জিনিয়ারিং এর ম্যানেজার ইঞ্জিনিয়ার আজিজুর রহমানসহ আরো অজ্ঞাতনামা কয়েকজন। মামলাটি করেছেন সুব্রত সাহা শিবুর বড় ভাই স্বপন সাহা। মামলা নম্বর ৩১/১৫৯, ধারা ১৫৪, তারিখ : ২৫-০৫-২০২২খ্রিঃ, রমনা থানা ঢাকা।

মামলার এজাহারে বলা হয়েছে, হোটেল ইন্টারকন্টিনেন্টালের বাংলাদেশ সার্ভিস লিমিটেডের সাথে দীর্ঘদিন ধরে মামলার বিরোধ চলছিল।

এদিকে সুব্রত সাহা শিবুর স্ত্রী, বড় ভাই স্বপন সাহা ও রতন সাহা জানান, আমার ভাই হলো ইঞ্জিনিয়ার। তাকে প্রায় ৬ মাস যাবৎ তার স্বাভাবিক কাজের পাশাপাশি হিসাব শাখার দায়িত্ব প্রদান করা হয়। কর্তৃপক্ষ তাকে এই বলে হুমকি প্রদান করে যে, তার স্বাভাবিক কাজের পাশাপাশি হিসাব শাখার দায়িত্ব পালন না করতে পারলে চাকুরি হতে অব্যাহতি নেয়ার জন্যে। বিষয়টি সুব্রতকে প্রায়ই মর্মাহত করতো।

তারা আরো বলেন, আমাদের ভাই মারা যাবার প্রায় দীর্ঘ ৩ ঘন্টা পর আমাদেরকে জানানো হয় যে, সুব্রত সাহা আত্মহত্যা করেছে। এখন আমাদের বক্তব্য, আমাদের ভাই কখনো আত্মহত্যা করতে পারে না, তাকে আত্মহত্যার বা মারা যাবার পরিবেশ হোটেল ইন্টারকন্টিনেন্টাল বাংলাদেশ সার্ভিস লিমিটেডের চীফ, ম্যানেজার এবং কতিপয় কর্মকর্তা সৃষ্টি করেছে।

সুব্রত সাহার বড় ভাইয়ের মেয়ে ও মেয়ের হাজব্যান্ড জানান, কাকুর মৃত্যুর খবর আমাদের পরিবারকে ৩ ঘন্টা পর হোটেল কর্তৃপক্ষ জানায়। মৃত্যুর খবর পাওয়ার পর আমরা হোটেলে গেলে আমাদেরকে দীর্ঘ সময় হোটেলের ভেতরে কাকুর লাশের পাশে যেতে না দিয়ে হোটেলের বাইরে দাঁড় করিয়ে রাখা হয়।

এদিকে ঢাকার রমনা থানার দায়িত্বপ্রাপ্ত ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল ইসলাম বলেন, সুব্রত সাহার মৃত্যুর ঘটনায় তার বড় ভাই স্বপন সাহা ২ জনের নাম উল্লেখ করে আরো কিছু অজ্ঞাতনামা বলে ২৫ মে বুধবার মধ্যরাতে একটি হত্যা মামলা করেন। পোস্টমর্টেম রিপোর্ট আসলেই আমরা মামলার সঠিক ব্যাখ্যা দিতে পারবো।

উল্লেখ্য, সুব্রত সাহা বাংলাদেশ সার্ভিস লিমিটেডের অতিরিক্ত ব্যবস্থাপক (প্রকৌশলী) পদে কাজ করছিলেন। তাঁর অফিস হোটেল ইন্টারকন্টিনেন্টালের চত্বরেই। বুধবার বিকেলে রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলের দ্বিতীয় তলার বর্ধিতাংশের ছাদ থেকে সুব্রত সাহার (৫৩) লাশ উদ্ধার করে পুলিশ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়