প্রকাশ : ২৭ মে ২০২২, ০০:০০
চাঁদপুর স্টেডিয়ামে অনুষ্ঠিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ (বালক অনূর্ধ্ব-১৭) ফুটবল ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ (বালিকা অনূর্ধ্ব-১৭) ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। ফাইনালে বঙ্গবন্ধু ফুটবলে চ্যাম্পিয়ন হয়েছে চাঁদপুর পৌরসভা ও বঙ্গমাতা ফুটবলে চ্যাম্পিয়ন হয়েছে চাঁদপুর সদর উপজেলা বালিকা ফুটবল দল।
ফাইনালে বঙ্গবন্ধু ফুটবল টুর্নামেন্টে চাঁদপুর পৌরসভা ও মতলব দক্ষিণ উপজেলা বালক দল অংশ নেয়। এতে ৩-০ গোলে চ্যাম্পিয়ন হয় চাঁদপুর পৌরসভা। অপরদিকে বঙ্গমাতা ফুটবল টুনামেন্টে চাঁদপুর সদর উপজেলা ও মতলব দক্ষিণ উপজেলার বালিকা দল অংশ নেয়। এতে ৯-০ গোলে চ্যাম্পিয়ন হয় চাঁদপুর সদর উপজেলা।
চাঁদপুর জেলা প্রশাসনের আয়োজনে এবং জেলা ক্রীড়া সংস্থা ও জেলা ক্রীড়া অফিসের ব্যবস্থাপনায় খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের মাঝে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি জেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ।
অতিরিক্ত জেলা প্রশাসক (সাবিক) ইমতিয়াজ হোসেনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি ও পুলিশ সুপার মোঃ মিলন মাহমুদ বিপিএম (বার), জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল, চাঁদপুর জেলা পরিষদের প্রশাসক আলহাজ্ব ওচমান গনি পাটওয়ারী, মুক্তিযোদ্ধা এমএ ওয়াদুদ, চাঁদপুর পৌরসভার মেয়র মোঃ জিল্লুর রহমান জুয়েল, চাঁদপুর জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ আলী জিন্নাহ, চাঁদপুর সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আইউব আলী বেপারী, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা বাবু, জেলা ক্রীড়া অফিসার মোঃ তারিকুল ইসলাম, চাঁদপুর সদর উপজেলা ক্রীড়া সংস্থার সেক্রেটারী তপন চন্দ, মতলব দক্ষিণ উপজেলা ক্রীড়া সংস্থার সেক্রেটারী মোঃ জহিরুল ইসলাম আলেকসহ জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, জেলা ক্রীড়া সংস্থার কার্যনির্বাহী কমিটির সদস্য, বিভিন্ন উপজেলার কর্মকর্তা ও গণমাধ্যম ক র্মীরা।