রবিবার, ১৯ জানুয়ারি, ২০২৫  |   ২৪ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ২৭ মে ২০২২, ০০:০০

ফরিদগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে হতাহত ৩ ॥ নিহত ছাত্রলীগ নেতার দাফন সম্পন্ন
কামরুজ্জামান টুটুল ॥

চাঁদপুর জেলা ছাত্রলীগের উপ-কৃষি বিষয়ক সম্পাদক জসিম উদ্দিন বেপারী (২৮) বিদ্যুৎস্পৃষ্টে মারা গেছেন। বৃহস্পতিবার ২৬ মে সকাল ১০টায় ফরিদগঞ্জ উপজেলার চালিয়াপাড়া গ্রামের নিজ বাড়ি সংলগ্ন মাছের ঘেরে এ দুর্ঘটনা ঘটে। সাথে সাথে তাকে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে সেখানে তাকে মৃত ঘোষণা করা হয়। বিদ্যুতায়িত তারে স্পৃষ্ট হয়ে তার এই করুণ মৃত্যু ঘটে। বাবা-মায়ের একমাত্র সন্তান ও দুই সন্তানের জনক জসিম একই গ্রামের প্রবাসী হারুনুর রশিদের ছেলে। এ ঘটনায় সুজন (৩২) ও মহিন উদ্দিন (২০) নামে দুজন মারাত্মক দগ্ধ হন। এরা জসিম উদ্দিনকে উদ্ধার করতে গিয়ে আহত হয়। গতকাল বাদ এশা নিহত জসিম উদ্দিনের নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। জসিম উদ্দিনের মৃত্যুতে এলাকাসহ সর্বমহলে শোকের ছায়া নেমে আসে।

স্থানীয় চালিয়াপাড়া গ্রামের জহিরুল ইসলাম জয় জানান, সকাল ১০টার দিকে তিনি তার নিজের মাছের ঘেরে নামতে গেলে বিদ্যুতের খুঁটির আর্থিংয়ের মধ্যে বিদ্যুৎস্পৃষ্ট হন। তাৎক্ষণিক তাকে উদ্ধার করতে গিয়ে সুজন ও মহিন দগ্ধ হন। এ সময় অন্যরা জসিমসহ অপর আহত দুজনকে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে জসিম উদ্দিনকে মৃত ঘোষণা করে কর্মরত চিকিৎসক।

হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডাঃ ওমর ফারুক জানান, আমরা জসিম নামের একজনকে মৃত অবস্থায় পেয়েছি আর দগ্ধ দুইজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এদিকে জসিমের অনাকাক্সিক্ষত মৃত্যুতে রাজনৈতিক মহলসহ সর্বমহলে শোকের ছায়া নেমে আসে। তাকে নিয়ে বহুজনে ফেসবুকে আবেগঘন স্ট্যাটাস দিতে দেখা গেছে।

হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ জোবাইর সৈয়দ চাঁদপুর কণ্ঠকে জানান, বিষয়টি ফরিদগঞ্জ থানাকে তাৎক্ষণিক অবহিত করার পর তারা এসে লাশ নিয়ে গেছে। ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ শহীদ হোসেন জানান, এ বিষয়ে একটি অপমৃত্যু মামলা নেয়া হয়েছে।

***

শিক্ষামন্ত্রীর শোক

চাঁদপুর জেলা ছাত্রলীগের উপ-কৃষি বিষয়ক সম্পাদক জসিম উদ্দিন বেপারীর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এমপি। তিনি এক শোক বার্তায় বলেন, জসিম উদ্দিন মেধাবী ছাত্রলীগ নেতা ছিলেন। আমি তার এমন অকাল এবং দুঃখজনক মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছি। আমি তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করি। পাশাপাশি তার পরিবারের সদস্যদের প্রতি রইল সমবেদনা।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়