রবিবার, ১৯ জানুয়ারি, ২০২৫  |   ২৪ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ২৭ মে ২০২২, ০০:০০

চৌধুরী জামে মসজিদ কমিটির সভাপতির পদ থেকে আলহাজ্ব ফারুকুল ইসলামের স্বেচ্ছায় অব্যাহতি
অনলাইন ডেস্ক

চাঁদপুর শহরের স্ট্র্যান্ড রোড ও সাবেক কুমিল্লা রোডের মিলনস্থলে অবস্থিত ঐতিহ্যবাহী চৌধুরী জামে মসজিদ কমিটির সভাপতি পদ থেকে স্বেচ্ছায় অব্যাহতি নিয়েছেন আলহাজ্ব মোঃ ফারুকুল ইসলাম। তিনি গত ২৪ মে মসজিদের মোতাওয়াল্লীর নিকট এক পত্রে এই অব্যাহতির বিষয়টি জানিয়েছেন। এছাড়া গতকাল বৃহস্পতিবার মসজিদ কমিটির সভায় তিনি উক্ত অব্যাহতির আলোকে বিদায়ী বক্তব্য উপস্থাপন করেন।

আলহাজ্ব ফারুকুল ইসলাম তাঁর পত্রে ও সভায় প্রদত্ত বক্তব্যে বলেছেন, ১৯৭৮ সাল থেকে ২০২০ সাল পর্যন্ত সুদীর্ঘ ৪২ বছর ধরে আমি চৌধুরী জামে মসজিদের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালনের পর গত ২ বছর যাবৎ সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেছি। বর্তমানে বার্ধক্যজনিত ও শারীরিক অসুস্থতার কারণে আমার পক্ষে সভাপতির দায়িত্ব পালন করা সম্ভব হচ্ছে না বলে স্বেচ্ছায় অব্যাহতি গ্রহণ করলাম। তিনি জানান, সাধারণ সম্পাদকের দায়িত্বগ্রহণকালে তিনি মসজিদের সাড়ে ১৭শতাংশ ভূমির মধ্যে দখলে মাত্র সোয়া সাত শতাংশ জমি পান। বেদখলকৃত জায়গা উদ্ধারে নিম্ন আদালত থেকে শুরু করে সর্বোচ্চ আদালত সুপ্রীম কোর্ট পর্যন্ত তাকে আইনী মোকাবেলা করতে হয়। সকল আদালতের রায়ই মসজিদের পক্ষে আসে। উদ্ধারকৃত ভূমির বর্তমান বাজার মূল্য ২০ থেকে ২৫ কোটি টাকা। এ ভূমিতে উত্তর দিকে ৪০ ফুট পর্যন্ত মসজিদ সম্প্রসারণ, ৩ তলা পর্যন্ত মসজিদের উন্নয়নসহ ৫টি দোকান, চারতলা ফাউন্ডেশন বিশিষ্ট দোতলা ভবন নির্মাণ করা হয়েছে। নিতান্তই আল্লাহর সন্তুষ্টির জন্যে প্রায় ৪৪ বছর যাবৎ মসজিদের সেবা করেছি, বাহবা বা প্রশংসা তথা দুনিয়াবি প্রতিদানের জন্যে নয়। আমার বিশ্বাস, এর প্রতিদান আল্লাহ পাক অবশ্যই আমাকে দেবেন।

উল্লেখ্য, আলহাজ্ব মোঃ ফারুকুল ইসলাম প্র্যাকটিক্যাল হজ্ব প্রশিক্ষক হিসেবে চৌধুরী জামে মসজিদে ৩৭ বছর ধরে হজ্ব প্রশিক্ষণ আয়োজন করেন। এছাড়া ঢাকা ও চাঁদপুরে ইসলামিক ফাউন্ডেশন ও হাজী ক্যাম্পে হজ্ব প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করে শ্রেষ্ঠত্ব অর্জন করেন এবং প্রশিক্ষণার্থীসহ আয়োজকদের পক্ষ থেকে ভূয়সী প্রশংসা লাভ করেন। তাঁর বয়স এখন ৭৭ বছর। তিনি সকলের নিকট দোয়া কামনা করেছেন।

স্মর্তব্য, ফরিদগঞ্জের রূপসা জমিদার বংশের মরহুম সৈয়দ আব্দুর রশিদ চৌধুরী ও তার মা মরহুম তহুরুন্নেছা চৌধুরানী কর্তৃক ৮৫ বছর পূর্বে চৌধুরী জামে মসজিদের নামে সতের শতাংশ পঞ্চাশ পয়েন্ট ভূমি ওয়াক্ফ করা হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়