রবিবার, ১৯ জানুয়ারি, ২০২৫  |   ২৪ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ২৭ মে ২০২২, ০০:০০

ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেলের যুগান্তকারী ঘোষণায় উজ্জীবিত চাঁদপুরের ক্রীড়াঙ্গন

চাঁদপুর স্টেডিয়াম হবে আন্তর্জাতিক মানের ॥ ২৩ কোটি টাকা বরাদ্দ

সাত উপজেলায় হবে মিনি স্টেডিয়াম

চাঁদপুর স্টেডিয়াম হবে আন্তর্জাতিক মানের ॥ ২৩ কোটি টাকা বরাদ্দ
চাঁদপুর কণ্ঠ রিপোর্ট ॥

চাঁদপুর স্টেডিয়ামকে আন্তর্জাতিক মানের স্টেডিয়ামে পরিণত করা হবে। আর এর জন্যে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় থেকে ২৩ কোটি টাকা বরাদ্দ দেয়া হয়েছে। এছাড়া দেশের সকল উপজেলায় শেখ রাসেল মিনি স্টেডিয়াম করা হবে। এর মধ্যে চাঁদপুরের সাতটি উপজেলাও রয়েছে। এমন ঘোষণা দিলেন বাংলাদেশ সরকারের যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এমপি। তিনি গত বুধবার মতলব উত্তরে বঙ্গবন্ধু টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতাকালে এই ঘোষণা দেন।

প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল বলেন, চাঁদপুর জেলা স্টেডিয়ামকে আন্তর্জাতিক মানের স্টেডিয়ামে পরিণত করার উদ্যোগ নেয়া হয়েছে এবং এই জেলার সাতটি উপজেলায় শেখ রাসেল মিনি স্টেডিয়াম করা হবে। চাঁদপুর স্টেডিয়ামের উন্নয়ন ও আধুনিকায়নের জন্যে ২৩ কোটি টাকা বরাদ্দ দেয়া হয়েছে। আমরা সারাদেশে উপজেলাগুলোতে শেখ রাসেল মিনি স্টেডিয়াম করবো। এসব উন্নয়নের রূপকার হচ্ছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমরা সৌভাগ্যবান যে একজন ক্রীড়াবান্ধব প্রধানমন্ত্রী পেয়েছি।

প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে জাহিদ আহসান রাসেল বলেন, প্রধানমন্ত্রীর সার্বিক পৃষ্ঠপোষকতায় দুর্বার গতিতে এগিয়ে চলছে আমাদের ক্রীড়াঙ্গন। ক্রিকেট, আর্চারি, শ্যুটিং, হকি, দাবা, সুইমিং ও ফুটবলসহ সব খেলায় আমাদের খেলোয়াড়রা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে একের পর এক সাফল্য নিয়ে আসছে। মাননীয় প্রধানমন্ত্রী সুখে-দুঃখে সব সময় আমাদের খেলোয়াড়দের পাশে ছায়ার মতো থাকেন। স্পোর্টসের উন্নয়নে এবং যে কোনো ক্রীড়াবিদ বা ক্রীড়া সংগঠকের যে কোনো সমস্যায় তিনি সহযোগিতার হাত বাড়িয়ে দেন।

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর যুগান্তকারী এমন ঘোষণায় চাঁদপুরের ক্রীড়াঙ্গন উজ্জীবিত। চাঁদপুর স্টেডিয়াম আন্তর্জাতিক মানের ভ্যেনুতে রূপান্তর হবে। এ সুবাদে আন্তর্জাতিক টুর্নামেন্ট এ স্টেডিয়ামে হবে। এটি এ জেলার জন্যে খুবই আনন্দের সংবাদ। এমন উদ্যোগ নেয়ায় জেলাবাসী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে।

এ টুর্নামেন্টের পৃষ্ঠপোষকতায় ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের নবনিযুক্ত উপদেষ্টা পরিষদের সদস্য ও পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম। বিশেষ অতিথি ছিলেন চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব অ্যাডঃ নূরুল আমিন রুহুল, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান এমএ কুদ্দুস। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার গাজী শরিফুল হাসান।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়