প্রকাশ : ২৬ মে ২০২২, ০০:০০
আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য হলেন পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম। মঙ্গলবার (২৪ মে) গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন প্রতিমন্ত্রী। পরিকল্পনা প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য করেছেন। আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া আমাকে ফোনে বিষয়টি নিশ্চিত করেছেন। এ কমিটিতে আওয়ামী লীগের সব সিনিয়র নেতারা সদস্য হিসেবে রয়েছেন। আজ আমাকে অন্তর্ভুক্ত করা হলো। এজন্যে আমি সবার কাছে দোয়া ও ভালোবাসা চাই।
ড. শামসুল আলম পরিকল্পনা প্রতিমন্ত্রী হওয়ার আগে পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগের সদস্য (সিনিয়র সচিব) হিসেবে দীর্ঘ ১২ বছর দায়িত্ব পালন করেছেন। জুন ২০২১ এ সাধারণ অর্থনীতি বিভাগে সদস্য পদে পঞ্চমবারের মতো মেয়াদ শেষ হলে গত বছরের ১৮ জুলাই ড. আলম পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন। সূত্র : ঢাকা পোস্ট।