প্রকাশ : ২৬ মে ২০২২, ০০:০০
চাঁদপুর জেলা প্রশাসন ও জেলা শিল্পকলা একাডেমির আয়োজনে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৩তম জন্মবার্ষিকী উদ্যাপন করা হয়েছে। এ উপলক্ষে ১১ জ্যৈষ্ঠ ১৪২৯ (২৫ মে ২০২২) বুধবার সন্ধ্যা ৭টায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইমতিয়াজ হোসেন। অতিরিক্ত পুলিশ সুপার আসিফ মহিউদ্দিন, প্রখ্যাত সংগীতশিল্পী ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব রূপালী চম্পকসহ অন্যরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবিতা, গান ও সাহিত্যকর্মে বাঙালি খুঁজে পায় মুক্তির স্বাদ। নজরুল ছিলেন অসাম্প্রদায়িক ও জাতীয়তাবোধের মূর্ত প্রতীক।
সাংবাদিক ও নাট্য সংগঠক এমআর ইসলাম বাবুর পরিচালনায় জেলা শিল্পকলা একাডেমীর শিল্পীবৃন্দ এবং বিভিন্ন সংগঠনের সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।