রবিবার, ১৯ জানুয়ারি, ২০২৫  |   ২৪ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ২৬ মে ২০২২, ০০:০০

চাঁসক বাংলা বিভাগে জাতীয় কবির জন্মবার্ষিকী উদ্‌যাপন
অনলাইন ডেস্ক

চাঁদপুর সরকারি কলেজের বাংলা বিভাগের উদ্যোগে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৩তম জন্মবার্ষিকী উদ্‌যাপন করা হয়েছে। ২৫ মে (১১ জ্যৈষ্ঠ, বুধবার) বেলা ১২টায় প্রশাসনিক ভবনের কনফারেন্স কক্ষে এ উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক অমর চন্দ্র দাসের সভাপ্রধানে এবং প্রভাষক ফাতেমা আক্তারের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন কলেজ অধ্যক্ষ প্রফেসর অসিত বরণ দাশ। বিশেষ অতিথি ছিলেন উপাধ্যক্ষ প্রফেসর মোঃ আবুল খায়ের সরকার এবং শিক্ষক পরিষদ সম্পাদক ও উদ্ভিদবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ কামরুল হাছান। জাতীয় এবং বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের জীবন নিয়ে আলোচনা করেন বাংলা বিভাগের সহকারী অধ্যাপক মোঃ সাইদুজ্জামান ও প্রভাষক মোঃ রাকিবুর রহমান।

প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর অসিত বরণ দাশ বলেন, বাংলা কবিতার বিদ্রোহী এবং গানের বুলবুল হচ্ছেন কবি কাজী নজরুল ইসলাম। তিনি ছিলেন প্রেম, বিরহ-বেদনা ও সাম্যের কবি। ব্রিটিশবিরোধী আন্দোলনে তাঁর লেখনী জাগিয়ে তুলেছিলো সমগ্র ভারতবাসীকে। নিপীড়ন, অত্যাচার, বৈষম্য, সা¤্রাজ্যবাদ, ফ্যাসিবাদ, শোষণ এবং পরাধীনতার বিরুদ্ধে লিখেছেন অসংখ্য কবিতা, গান, উপন্যাস ও গল্প। কবি কাজী নজরুল ইসলাম আমাদের মনে চিরস্মরণীয় হয়ে থাকবেন প্রেমের কবি হিসেবে।

প্রফেসর অসিত বরণ দাশ বাংলা বিভাগের আয়োজনে নজরুল জন্মজয়ন্তী উদ্‌যাপনে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

আলোচনা সভাশেষে স্নাতকোত্তর শেষ পর্বের শিক্ষার্থী অনন্যা দাশ, স্নাতক (সম্মান) ২য় বর্ষের আদিবা মেহজাবীন, শরীফুল ইসলাম, আরিফ হোসাইন মিরাজ সংগীত পরিবেশন করেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়