রবিবার, ১৯ জানুয়ারি, ২০২৫  |   ২৪ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ২৫ মে ২০২২, ০০:০০

বহরিয়া বাজারে স’মিলে আগুন
স্টাফ রিপোর্টার ॥

চাঁদপুর সদর উপজেলার ১০নং লক্ষ্মীপুর ইউনিয়নের বহরিয়া বাজার সংলগ্ন জামিলা টিম্বার এন্ড ভাই ভাই স’ মিলে আকস্মিক অগ্নিকাণ্ডে প্রায় লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। সোমবার দিবাগত রাত ৩টায় স’মিলে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয় বলে ক্ষতিগ্রস্তরা জানিয়েছে।

স’মিলের পাশে থাকা ক’জন ভাড়াটিয়া বলেন, আমরা মিলের পাশেই ভাড়া ঘরে থাকি। রাতের যে কোনো সময় মিলের বিদ্যুৎ লাইনের কাঠের বাক্সটিতে আগুন ধরে দাউ দাউ করে জ্বলে উঠে। আমাদের ডাক-চিৎকারে আশেপাশের লোকজন ছুটে আসেন এবং জগ, বালতি দিয়ে পুকুর থেকে পানি এনে আগুন নিভানোর চেষ্টা করি। ততক্ষণে করাত কলের একটি মোটর জ্বলে যায় এবং চালের টিন, আড়া, কাঠের পিলারগুলো পুড়ে যায়। তাৎক্ষণিক মিলের মালিক সোহেল মাঝিকে ফোন দিলে তিনি এসে দেখেন, তার স’মিলের অনেক কিছুই পুড়ে গেছে। চাঁদপুর জেলা স’মিল মালিক সমিতির প্রচার সম্পাদক ও স’মিলের মালিক মোঃ সোহেল মাঝি বলেন, দীর্ঘ ৩০ বছরে প্রতিষ্ঠিত তার এই স’মিলটি। কখনো কোনো দুর্ঘটনা হয়নি। রাতে হঠাৎ সকেটের বোর্ড থেকে আগুন লেগে চারদিকে ছড়িয়ে পড়লে পাশের ভাড়াটিয়াদের সহযোগিতায় আগুন নেভানো হয়। আমাকে জানালে এসে দেখি স’মিলের বডি ছাড়া সব কিছু ভস্মীভূত হয়েছে। এতে আমার লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

এ বিষয়ে জেলা স’মিল মালিক সমিতির সভাপতি মোঃ গফুর বেপারী ও সাধারণ সম্পাদক মোঃ মাসুদ খান বলেন, বহরিয়ায় সোহেল মাঝির স’মিলে আগুন লাগার বিষয়টি শুনেছি। সেও আমাদের মালিক সমিতির দায়িত্বে আছে। আমরা তার স’মিল পুড়ে যাওয়ার প্রেক্ষিতে সমিতির পক্ষ থেকে যতটুকু সম্ভব সহযোগিতা করবো, ইনশাল্লাহ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়