প্রকাশ : ২৩ মে ২০২২, ০০:০০
আজ সোমবার চাঁদপুর স্টেডিয়ামে শুরু হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট। জেলা পর্যায়ের এই টুর্নামেন্ট সকাল সাড়ে ৯টায় শুরু হবে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের মধ্য দিয়ে। উদ্বোধনী খেলায় বঙ্গমাতা ফুটবলে (বালিকা) অংশ নেবে শাহারাস্তি ও চাঁদপুর সদর উপজেলা ক্রীড়া সংস্থার ফুটবল দল।
চাঁদপুর জেলা প্রশাসনের আয়োজনে এবং জেলা ক্রীড়া অফিস ও জেলা ক্রীড়া সংস্থার সার্বিক ব্যবস্থাপনায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইমতিয়াজ আহমেদ।
জেলা ক্রীড়া অফিসার তারিকুল ইসলাম জানান, বঙ্গমাতা (বালিকা) দলের খেলা শেষে সকাল ১১টায় বঙ্গবন্ধু (বালক) দলের খেলা শুরু হবে। জেলা পযার্য়ের খেলাগুলো দেখার জন্যে সকলকে মাঠে থাকার অনুরোধ জানানো হয়েছে। টুর্নামেন্টের ফিকচার অনুযায়ী ৮ উপজেলা ও চাঁদপুর পৌরসভা দলের মধ্যে বঙ্গমাতা ও বঙ্গবন্ধু ফুটবল টুর্নামেন্টের খেলাগুলো হবে।