রবিবার, ১৯ জানুয়ারি, ২০২৫  |   ১৫ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ২২ মে ২০২২, ০০:০০

কচুয়ায় ব্রীজ নির্মাণের দাবিতে মানববন্ধন, জনদুর্ভোগ চরমে

কচুয়ায় ব্রীজ নির্মাণের দাবিতে মানববন্ধন, জনদুর্ভোগ চরমে
মোহাম্মদ মহিউদ্দিন ॥

কচুয়া উপজেলার উত্তর ইউনিয়নের নাহারায় সুন্দরী খালের ওপর বাঁশের সাঁকোর স্থানে ব্রীজ নির্মাণের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। শনিবার নাহারা উত্তর পাড়া মসজিদ সংলগ্ন রাস্তায় নাহারা, বরুচর, কড়ইয়া, লতিফপুর ও নোয়াগাঁও এলাকার শত শত নারী-পুরুষ মানববন্ধনে অংশগ্রহণ করে।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা জানায়, দীর্ঘ প্রায় ৫০বছর পূর্বে নির্মিত বাঁশের সাঁকো দিয়ে প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে এলাকার কোমলমতি শিক্ষার্থীসহ বিভিন্ন এলাকার সহ¯্রাধিক জনগণ নিয়মিত যাতায়াত করে। প্রায় ৫০ ফুট দৈর্ঘ্যরে এই বাঁশের সাঁকো দিয়ে যাতায়াত করতে গিয়ে প্রায়ই দুর্ঘটনার শিকার হতে হচ্ছে। নাহারা উত্তর পাড়া মসজিদের পাশ দিয়ে প্রবহমান সুন্দরী খালের ওপর সড়কটি নাহারা আবুল মার্কেট হতে শুরু হয়ে মুন্সি বাড়ির পাশ দিয়ে উত্তর কড়ইয়া হয়ে কচুয়া এবং পাশর্^বর্তী চান্দিনা উপজেলার গল্লাই কমপ্লেক্স ও নবাবপুর বাজারের সাথে সংযুক্ত হয়েছে। সাধারণ জনগণ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের যাতায়াতের সুবিধার জন্য ওই স্থানে একটি পাকা ব্রীজ নির্মাণ করা আবশ্যক বলে স্থানীয়রা জানান।

ব্রীজ নির্মাণের বিষয়ে কচুয়া উত্তর ইউপি চেয়ারম্যান এম আখতার হোসাইন বলেন, জনগণের চলাচলের জন্য এ ব্রীজটি অতীব গুরুত্বপূর্ণ।

এ ব্যাপারে কচুয়া উপজেলা প্রকৌশলী আবদুল আলীম লিটন বলেন, সরেজমিনে পরিদর্শন করে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।

স্থানীয়রা অচিরেই ব্রীজ নির্মাণের দাবি জানিয়ে যথাযথ কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়