প্রকাশ : ২৯ ডিসেম্বর ২০২৪, ১৯:৪০
পুরাণবাজারের বেহাল তিন সড়কে জনদুর্ভোগ চরমে
চাঁদপুর জেলা শহরের প্রধান ব্যবসায়িক কেন্দ্র পুরাণবাজার। শিল্প ও ব্যবসাসমৃদ্ধ এলাকা হিসেবে খ্যাত এটি। প্রথম শ্রেণির চাঁদপুর পৌরসভায় পুরাণবাজার এলাকার ব্যস্ততম তিনটি সড়ক দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় রয়েছে। পিচ ও খোয়া উঠে সড়কগুলোতে বড়ো বড়ো গর্ত সৃষ্টি হয়েছে। এতে জনদুর্ভোগ চরম আকার ধারণ করেছে। দেশের পট পরিবর্তনে পৌর প্রশাসক নিয়োগ করা হলেও রাস্তাগুলোর ভগ্নদশায় জনগণের চরম দুর্ভোগ নিরসনে উদ্যোগী হচ্ছে না পৌর কর্তৃপক্ষ। কবে নাগাদ এই রাস্তাগুলো সংস্কার করে মানুষের চলাচল স্বাভাবিক করা হবে তা নিয়ে চিন্তিত ভুক্তভোগী পৌর নাগরিকগণ। রাস্তা, ড্রেন, ফুটপাতসহ বাজার এলাকায় যাতায়াতের দুটি রাস্তা নিতাইগঞ্জ ও রয়েজ রোড নির্মাণ কাজের টেন্ডার হয়েছিল ৫ আগস্টের গণঅভ্যুত্থানের আগে। সেই মোতাবেক নিযুক্ত ঠিকাদার কর্তৃক ড্রেন ও ফুটপাতের কিছু অংশ কাজ করা হলেও পরে বাকি কাজ এখন পর্যন্ত ফেলে রাখা হয়েছে। ঠিকাদারকে তাগিদ দিয়ে এই দুটি সড়কের উন্নয়ন কাজ বাস্তবায়ন করার জন্যে এখন পর্যন্ত পদক্ষেপ নেওয়া হচ্ছে না বলে অভিযোগ সাধারণ মানুষের। অপরদিকে পুরাণবাজার লোহারপুল থেকে মইশালবাড়ি, বেপারী বাড়ি, মক্কা মিল আল-আমিন রাস্তার মোড়, চালতা গাছতলা, জাফরাবাদ পালপাড়া রাস্তার মোড় থেকে ইব্রাহিমপুর বোর্ড অফিস, এমদাদিয়া মাদ্রাসা দোকানঘর চৌরাস্তা পর্যন্ত পৌরসভার এই গুরুত্বপূর্ণ সড়কের জনদুর্ভোগ আরো ভয়াবহ। সরেজমিনে রাস্তাগুলোতে গিয়ে দেখা যায়, বাজার এলাকার গোয়ালপট্টি হতে রমণীমোহন রোড, অটোস্ট্যান্ড থেকে নিতাইগঞ্জ সড়কের চাঁদপুর দক্ষিণ পুরাণবাজার ফায়ার সার্ভিস কয়লাঘাট মোড় পর্যন্ত এবং রয়েজ রোডের পুরাণবাজার বিদ্যুৎ অভিযোগ কেন্দ্র হতে মধুসূদন হাইস্কুল পলাশের মোড়, কমিউনিটি সেন্টার, আজমির, বাবা, খাজা বাবা অটো রাইস মিলসহ লোহার পুল পর্যন্ত কয়েকশ’ মিটার এই সড়কের পিচ প্রায় পুরোটাই উঠে গেছে। নতুন করে রাস্তা তৈরির জন্যে ওই এলাকার কিছু রাস্তাও খোঁড়া হয়েছিলো। কয়েক মাস যাবত রাস্তাগুলো বেহাল অবস্থায় পড়ে রয়েছে। রাস্তার বেশির ভাগ জায়গায় পিচ ও খোয়া উঠে বড়ো বড়ো গর্ত সৃষ্টি হওয়ায় সড়ক তিনটিতে যানবাহন চলাচলের জন্যে ব্যবহারের প্রায় অযোগ্য হয়ে আছে। বিকল্প পথ না থাকায় সড়কগুলো দিয়ে প্রতিদিন ঝুঁকি নিয়ে চলছে শত শত যানবাহন। ২০২৪ সালের পুরো বছর জুড়ে সড়ক তিনটির এই দশা হলেও সংস্কারের কোনো উদ্যোগ চোখে পড়ছে না। এসব সড়কে যানবাহন চলাচল ঝূঁকিপূর্ণ হয়ে উঠছে। বিশেষ করে পুরাণবাজার সড়ক ও দোকানঘর সড়ক নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিন্দার ঝড় উঠেছে। স্থানীয়দের অভিযোগ, পাবলিকের যতো দুর্ভোগ-কষ্টই হোক, পৌরসভা কর্তৃপক্ষের মনে হয় তাতে কিছুই যায় আসে না। এই রাস্তাগুলো সংস্কারে চরম উদাসীন বর্তমান পৌর কর্তৃপক্ষ। ১নং ওয়ার্ড পৌর এলাকার বাসিন্দা মো. নুহু শেখ বলেন, সংস্কারের অভাবে যতো দিন যাচ্ছে, সড়কগুলোর গর্ত ততো বড়ো আকার ধারণ করছে। এতে দুর্ঘটনার আশঙ্কা আরো বাড়ছে। আমরা সড়কগুলো সংস্কারের জন্যে জেলা প্রশাসক ও পৌর প্রশাসকের আশু সুদৃষ্টি কামনা করছি। কোনো অজুহাত নয়, কীভাবে রাস্তাগুলো দ্রুত সংস্কার করা যায় পৌর কর্তৃপক্ষকে তার পদক্ষেপ নিতে হবে। পৌর প্রশাসক বলেন, সড়কগুলোর অবস্থা দীর্ঘদিন ধরে খারাপ। বেহাল সড়কগুলো দ্রুত সংস্কার করার জন্যে পৌরসভার অর্থ নেই। যা আয় হয়, সেটি বেতন-ভাতাসহ অন্যান্য খাতে ব্যয় হয়ে যাচ্ছে। তবে যেসব প্রকল্পের টেন্ডারের কাজ চলমান, সেগুলোর কাজ দ্রুত শেষ করার পদক্ষেপ নেওয়া হচ্ছে।