প্রকাশ : ০১ মে ২০২২, ০০:০০
চাঁদপুর বাবুরহাটে সরকারি শিশু পরিবারের ১০৫ জন এতিম শিশুকে ঈদের বিশেষ পোশাক, সাজসজ্জা ও প্রসাধন সামগ্রী দেয়া হয়েছে। ২৯ এপ্রিল শুক্রবার সকাল ১১টায় জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ শিশুদের হাতে ঈদের এই উপকরণগুলো তুলে দেন।
এ সময় জেলা প্রশাসকের স্বামী ঢাকা কলেজের সহযোগী অধ্যাপক একেএম জহুরুল হক, জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক রজত শুভ্র সরকার, সরকারি শিশু পরিবারের তত্ত্বাবধায়ক (অতিরিক্ত দায়িত্ব) মোঃ মনিরুল ইসলাম এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী মোঃ মেসকাতুল ইসলাম উপস্থিত ছিলেন।