প্রকাশ : ৩০ এপ্রিল ২০২২, ০০:০০
স্টাফ রিপোর্টার ॥
পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ড. শামসুল আলম আজ ৩০ এপ্রিল শনিবার একদিনের সরকারি সফরে মতলব আসছেন। তিনি আজ সকাল সাড়ে ১১টায় মতলব ইসলামাবাদ ইউনিয়নে অসহায় দুঃস্থ জনগণের মাঝে জাকাতের শাড়ি ও লুঙ্গি বিতরণ করবেন। পরে বিকেল ৫টায় মতলব দক্ষিণে কর্মরত স্থানীয় সাংবাদিকদের সাথে নিজ বাড়িতে ইফতার ও দোয়া মাহফিলে অংশগ্রহণসহ মতবিনিময় শেষে সন্ধ্যা ৭টায় ঢাকার উদ্দেশ্যে যাত্রা করবেন।