প্রকাশ : ৩০ এপ্রিল ২০২২, ০০:০০
আলহাজ্ব অ্যাডঃ নূরুল আমিন রুহুল এমপি বলেছেন, সমাজে অনেকেরই টাকা আছে। কিন্তু মানুষের মাঝে দান করার মানসিকতা সবার থাকে না। আজকে আওয়ামী লীগ নেতা আলাউদ্দিন প্রধান গরিব, অসহায় ও দুঃস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণের যে উদ্যোগ নিয়েছেন সেজন্যে আমি তাকে ধন্যবাদ জানাই। জনসেবা একটি মহৎ কাজ। জনসেবার মতো মহৎ কাজ সবার মাধ্যমে হয় না। বিত্তবানদের উচিত অসহায় পরিবারগুলোর পাশে দাঁড়ানো।
২৮ এপ্রিল বৃহস্পতিবার বিকেলে ছেংগারচর পৌরসভার নবাব নগর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে উপজেলা আওয়ামী লীগের সদস্য ও ছেংগারচর পৌরসভার সম্ভাব্য মেয়র প্রার্থী আলাউদ্দিন প্রধানের উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ সভায় প্রধান অতিথি হিসেবে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, সামনে পৌরসভা নির্বাচন। আলাউদ্দিন প্রধান একজন সম্ভাব্য প্রার্থী। আরো অনেকে আছেন প্রার্থী। সবাই নৌকা পাবে না। আপনারা দোয়া করবেন যিনি জনগণের পাশে থাকেন, জনগণের সুখণ্ডদুঃখের খোঁজ খবর রাখেন, যিনি সত্যিকারের মানবসেবা করতে চান, আল্লাহ যেন তাকেই নৌকা দেন।
তিনি বলেন, গত তিন বছর মতলব ছিল শান্তিময়। আগামী দুই বছর যাতে সবাই শান্তিতে থাকতে পারে সেজন্যে শান্ত মতলবকে কেউ অশান্ত করার চেষ্টা করবেন না।
উপজেলা আওয়ামী লীগের সদস্য ও ছেংগারচর পৌরসভার সম্ভাব্য মেয়র প্রার্থী আলাউদ্দিন প্রধানের সভাপ্রধানে ও কাউন্সিলর বোরহান উদ্দিনের পরিচালনায় উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগের সভাপতি দেওয়ান জহির, সাংবাদিক জাকির হোসেন বাদশা, কালু মিয়া প্রমুখ।