শনিবার, ১৮ জানুয়ারি, ২০২৫  |   ২০ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ২৫ এপ্রিল ২০২২, ০০:০০

ফরিদগঞ্জে দীর্ঘ প্রতীক্ষিত ফায়ার সার্ভিস স্টেশন উদ্বোধন

ফরিদগঞ্জে দীর্ঘ প্রতীক্ষিত ফায়ার সার্ভিস স্টেশন উদ্বোধন
এমকে মানিক পাঠান ॥

‘মুজিব বর্ষে শপথ করি, দুর্যোগে জীবন সম্পদ রক্ষা করি’-এই ম্লোগানে সারাদেশের ন্যায় ফরিদগঞ্জে দীর্ঘ প্রতীক্ষিত ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন উদ্বোধন করা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল রোববার গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এটি উদ্বোধন করেন।

গতকাল রোববার বেলা সাড়ে ১১টায় ফরিদগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনসহ সারাদেশে ৪০টি ফায়ার সার্ভিস স্টেশন একযোগে ভিডিও কনফারেন্সের মাধ্যমে শুভ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উপজেলার প্রায় ৬ লাখ মানুষের দীর্ঘকালের প্রাণের দাবি বাস্তবায়ন হওয়ার খবরে সকলে স্বস্তি প্রকাশ করেছে।

এ সময় ফরিদগঞ্জ-রায়পুর আঞ্চলিক সড়কের পাশে ফরিদগঞ্জ পৌর এলাকার ভাটিয়ালপুর এলাকায় ফায়ার সার্ভিসের নিজস্ব স্টেশন উদ্বোধনকালে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য মুহম্মদ শফিকুর রহমান।

এ সময় মুহম্মদ শফিুকুর রহমান বলেন, ফায়ার সার্ভিস মানুষের বিপদে তাদের জীবন বিপন্ন করে হলেও এগিয়ে আসে। আর তারই উদাহরণ হচ্ছে রানা প্লাজা। তাদের এই মহৎ কাজকে তিনি সাধুবাদ জানান। প্রধানমন্ত্রীর উদ্বোধন কার্যক্রম শেষে মুহম্মদ সফিকুর রহমান ফায়ার সার্ভিস স্টেশনের প্রবেশ দ্বারের লাল ফিতা কেটে ভেতরের অবকাঠামো পরিদর্শন করেন।

এ সময় উপস্থিত ছিলেন চাঁদপুর ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের জেলা প্রধান সাহিদুল ইসলাম, ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহীদ হোসেন, ফরিদগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের ভারপ্রাপ্ত ইনচার্জ সালাউদ্দিন, আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ কেন্দ্রীয় উপ-কমিটির সাবেক সদস্য খাজে আহমেদ মজুমদার, সহকারী প্রকৌশলী (পিডব্লিউডি) মোঃ ফয়েজ আহম্মেদ, ফায়ার সার্ভিস স্টেশনের নির্মাণ কাজের ঠিকাদার ও জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক পারভেজ করিম বাবু, উপজেলা যুবলীগের সাবেক আহ্বায়ক বিল্লাল হোসেন পাটওয়ারী, উপজেলা যুবলীগের আহ্বায়ক আবু সুফিয়ান শাহীন, সিনিয়র যুগ্মণ্ড আহ্বায়ক হেলাল উদ্দিন আহমেদ, পৌরসভার সাবেক প্যানেল মেয়র ও আওয়ামী লীগ নেতা খলিলুর রহমান প্রমুখ।

অনুষ্ঠান শেষে ফরিদগঞ্জ ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স জনসাধারণের সার্বক্ষণিক যোগাযোগ ও সেবা গ্রহণের জন্যে ০১৭২৭৯৭৯৭৪৭ নাম্বার উন্মোচন করা হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়