প্রকাশ : ২২ ডিসেম্বর ২০২১, ০০:০০
দীর্ঘ ৫০ বছরের প্রতীক্ষার পর অবশেষে ফরিদগঞ্জ উপজেলায় ফায়ার সার্ভিস স্টেশন স্থাপনের মধ্য দিয়ে উপজেলার প্রায় ৫ লাখ লোকের ৫০ বছরের লালিত স্বপ্নপূরণ হতে যাচ্ছে। উপজেলার ১টি পৌরসভা ও ১৫ ইউনিয়নের প্রায় ৫ লাখ লোকের দীর্ঘ বছরের গণদাবি ছিল ফরিদগঞ্জে ফায়ার সার্ভিস স্টেশন স্থাপন করা।
অবশেষে বিজয়ের এই মাসেই ফরিদগঞ্জের ফায়ার সার্ভিস স্টেশন নির্মাণ কাজ সম্পন্ন হবে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নিশ্চিত করেছে। বিজয়ের মাসেই যেন ফায়ার সার্ভিস স্টেশন ভবনের নির্মাণ কাজ হস্তান্তর হয় সেজন্যে চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনের সংসদ সদস্য মুহম্মদ শফিকুর রহমান সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে তাগিদ দিয়ে আসছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনুষ্ঠানিকভাবে এই ফায়ার সার্ভিস স্টেশন উদ্বোধন করবেন। তাই প্রতীক্ষার প্রহর গুনছে ফরিদগঞ্জের জনসাধারণ।
গত সোমবার সরেজমিনে গিয়ে দেখা যায়, ফরিদগঞ্জ আঞ্চলিক মহাসড়কের ভাটিয়ালপুরে ফায়ার সার্ভিস স্টেশন ভবন নির্মাণ কাজ প্রায় শেষ পর্যায়ে। এখন টাইল্স, বিদ্যুৎ সংযোগ ও দেয়ালে রং লাগানোর কাজ চলছে দ্রুতগতিতে। প্রতিদিনই প্রায় ৩৫/৪০ জন শ্রমিক ভবনটি সাজানোর কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন। ভবনটির প্রায় ৯০ ভাগ কাজ শেষ হয়েছে বলে ঠিকাদার পারভেজ করিম বাবু জানিয়েছেন।
এলাকাবাসী জানায়, ফরিদগঞ্জে ফায়ার সার্ভিস স্টেশন করতে বিভিন্ন প্রতিবন্ধকতার কারণে দীর্ঘ বছর জায়গা খুঁজে পাওয়া যাচ্ছিল না। এখানে ফায়ার সার্ভিস স্টেশন না থাকায় প্রায়শই অগ্নিকা-ে প্রাণহানিসহ দোকান, ঘর-বাড়ি পুড়ে ছাই হয়ে গেছে। বহু বছর যাবৎ উপজেলার বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ এখানে ফায়ার সার্ভিস স্টেশন স্থাপনের দাবিতে মানববন্ধনসহ নানা কর্মসূচি পালন করেছিল।
এক পর্যায়ে চাঁদপুর-ফরিদগঞ্জ আঞ্চলিক মহাসড়কের পাশে উপজেলার ভাটিয়ালপুর এলাকায় ৩৯ শতাংশ জায়গা সরকারিভাবে অধিগ্রহণ করা হয় ফায়ার সার্ভিস স্টেশন স্থাপনের জন্য। জায়গা নির্ধারণের পর সরকার এ কাজে ৩ কোটি ১৬ লাখ ৫০ হাজার টাকা বরাদ্দ দেয়।
উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডঃ জাহিদুল ইসলাম রোমান বলেন, ফরিদগঞ্জবাসীর দীর্ঘদিনের দাবি ছিল এ উপজেলায় ফায়ার সার্ভিস স্টেশন স্থাপন করা। অবশেষে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা রাষ্ট্রক্ষমতায় থাকার বদৌলতেই ফরিদগঞ্জবাসীর দীর্ঘ বছরের দাবি বাস্তবায়ন হচ্ছে। এটি সত্যিই আমাদের জন্য সুখবর।
ফায়ার সার্ভিস স্টেশন নির্মাণের কাজ পায় ঠিকাদারী প্রতিষ্ঠান ঢাকার বারিধারার টেকবে ইন্টারন্যাশনাল নামের একটি ঠিকাদারী সংস্থা। নির্মাণ কাজের ঠিকাদার চাঁদপুর জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক পারভেজ করিম বাবু বলেন, সবার সহযোগিতায় ওই ফায়ার সার্ভিস স্টেশন ভবনের কাজ ইতিমধ্যে প্রায় ৯০ ভাগ শেষ হয়েছে। আশা করছি চলতি বিজয়ের মাসেই এ ভবনটি হস্তান্তর করার পর তা আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা।
ফায়ার সার্ভিস স্টেশন বাস্তবায়নকারী সংস্থা হিসেবে দায়িত্বে থাকা চাঁদপুর জেলা গণপূর্ত বিভাগের প্রকৌশলী আলী নূর বলেন, ৯০ ভাগ কাজ ইতিমধ্যে শেষ হয়েছে। আশা করছি চলতি বিজয়ের মাসেই নূতন ভবন হস্তান্তর করা সম্ভব হবে। ভবন নির্মাণ কাজ দ্রুতগতিতে সম্পন্ন করার জন্য এলাকার এমপি মহোদয়ের নির্দেশনাও রয়েছে।