সোমবার, ১৩ জানুয়ারি, ২০২৫  |   ২৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ১৩ জানুয়ারি ২০২৫, ১২:১৯

"দ্বিতীয় ক্যাম্পাসের দাবিতে উত্তাল জগন্নাথ বিশ্ববিদ্যালয়: শিক্ষার্থীদের অনশন ও শাটডাউন"

জাগা জগন্নাথ, সবাই ঘরে

মো. জাকির হোসেন
জাগা জগন্নাথ, সবাই ঘরে
ছবি : সংগৃহীত

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তিন দফা দাবিতে আমরণ অনশন শুরু করেছেন। তাদের প্রধান দাবি হলো দ্বিতীয় ক্যাম্পাসের নির্মাণকাজ সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা। এছাড়া, শিক্ষার্থীদের অস্থায়ী আবাসনের ব্যবস্থা করা এবং তা সম্ভব না হলে অন্তত ৭০% শিক্ষার্থীকে আবাসন ভাতা প্রদান করা।

সোমবার (১৩ জানুয়ারি) সকালে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে তালা ঝুলিয়ে 'কমপ্লিট শাটডাউন' ঘোষণা করেছেন। এতে ক্যাম্পাসে যানবাহন প্রবেশ বন্ধ রয়েছে, তবে সাধারণ শিক্ষার্থীদের চলাচলের জন্য পকেট গেট খোলা রাখা হয়েছে।

রোববার সকাল ৮:৩০ থেকে শুরু হওয়া এই অনশনে ইতোমধ্যে প্রায় ১৫ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের আশ্বাস সত্ত্বেও তারা অনশন ভাঙেননি।

বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিজ্ঞান, সমাজকর্ম, রাষ্ট্রবিজ্ঞান, রসায়ন, সিএসই, পদার্থবিজ্ঞান, মার্কেটিং, ম্যানেজমেন্ট স্টাডিজ, অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস, ইতিহাস, আইআর, ফার্মেসি, গণিত, ভূমি ব্যবস্থাপনা ও আইন, গণযোগাযোগ ও সাংবাদিকতা, বাংলা বিভাগের শিক্ষার্থীরা এই আন্দোলনের সঙ্গে একাত্মতা প্রকাশ করে তাদের বিভাগের প্রধান ফটকে তালা ঝুলিয়েছেন।

বিশ্ববিদ্যালয় প্রশাসন শিক্ষার্থীদের দাবিগুলো বিবেচনা করছে এবং সমাধানের জন্য আলোচনা চালিয়ে যাচ্ছে। তবে শিক্ষার্থীরা তাদের দাবিতে অনড় রয়েছেন এবং আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন।

এই পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে এবং শিক্ষার্থীদের মধ্যে উদ্বেগ বাড়ছে। সংশ্লিষ্ট সকলের মধ্যে সমঝোতার মাধ্যমে দ্রুত এই সমস্যার সমাধান হবে বলে আশা করা হচ্ছে।

ডিসিকে/এমজেডএইচ

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়