প্রকাশ : ০৯ এপ্রিল ২০২২, ০০:০০
চাঁদপুর প্রেসক্লাবের বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল
পবিত্র মাহে রমজানের ষষ্ঠ দিনে ধর্মীয় ভাবগাম্ভীর্য পরিবেশে অনুষ্ঠিত হয়েছে চাঁদপুর প্রেসক্লাবের ইফতার ও দোয়া অনুষ্ঠান। আমন্ত্রিত অতিথি, রাজনৈতিক নেতৃবৃন্দ, প্রশাসনিক কর্মকর্তা ও সাংবাদিকসহ চাঁদপুরের সুধীজনদের ব্যাপক উপস্থিতিতে অনুষ্ঠিত এ ইফতার ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিক্ষামন্ত্রী ও চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য ডাঃ দীপু মনি।
|আরো খবর
চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি গিয়াসউদ্দিন মিলনের সভাপতিত্বে এবং সহ-সভাপতি এএইচএম আহসান উল্লাহ ও সাধারণ সম্পাদক রিয়াদ ফেরদৌসের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন চাঁদপুর কালেক্টরেট জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা মোঃ মোশাররফ হোসেন।
চাঁদপুর প্রেসক্লাব ভবনের নিচতলায় কমিউনিটি সেন্টারে গতকাল ৮ এপ্রিল শুক্রবার আয়োজিত ইফতার মাহফিলের পূর্বে অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে আগত আমন্ত্রিত অতিথি, রাজনৈতিক নেতৃবৃন্দ, প্রশাসনিক কর্মকর্তাসহ চাঁদপুরের সকল শ্রেণী-পেশার সুধীজনকে অনুষ্ঠানস্থলে স্বাগত জানান চাঁদপুর প্রেসক্লাব নেতৃবৃন্দ। আগত অতিথিদের মাঝে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রীর একান্ত সচিব আবু আলী মোহাম্মদ সাজ্জাদ হোসেন, চাঁদপুরের জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ, চাঁদপুর পৌরসভার মেয়র জিল্লুর রহমান জুয়েল, চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ডাঃ জে আর ওয়াদুদ টিপু, স্বাধীনতা পদকপ্রাপ্ত নারী মুক্তিযোদ্ধা ডাঃ সৈয়দা বদরুন নাহার চৌধুরী, চাঁদপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব নূরুল ইসলাম নাজিম দেওয়ান, আড়াইশ’ শয্যা বিশিষ্ট চাঁদপুর জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ একেএম মাহবুবুর রহমান, ভাইস চেয়ারম্যান মোঃ আইউব আলী বেপারী, ডিডি এনএসআই মোঃ আরমান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা শাহনাজ, চাঁদপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুর রশিদ, চাঁদপুর জেলা জজ কোর্টের পাবলিক প্রসিকিউটর অ্যাডঃ রনজিৎ রায় চৌধুরী, চাঁদপুর জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডঃ কামাল উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক অ্যাডঃ আব্দুল্লাহ আল মামুন, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি রোটাঃ আলহাজ্ব অ্যাডঃ ইকবাল-বিন- বাশার পিএইচএফ, সাবেক সভাপতি অ্যাডঃ সেলিম আকবর, চাঁদপুর সাহিত্য একাডেমীর মহাপরিচালক রোটাঃ কাজী শাহাদাত, পুরাণবাজার ডিগ্রি কলেজের অধ্যক্ষ রতন কুমার মজুমদার, বাবুরহাট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোশারেফ হোসেন, চাঁদপুর আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ সাইফুল ইসলাম, চাঁদপুর পৌরসভার প্যানেল মেয়র মোঃ আলী মাঝিসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ। ইফতার অনুষ্ঠানকে কেন্দ্র করে সাংবাদিকদের মাঝে উৎসবের আমেজ পরিলক্ষিত হয়। প্রেসক্লাব ভবনের নীচতলাসহ প্রেসক্লাবের সম্মুুখস্থানে আয়োজিত প্যান্ডেলেও ছিল আমন্ত্রিত অতিথিসহ রোজাদারদের ব্যাপক উপস্থিতি। ইফতার অনুষ্ঠানের পূর্বে চাঁদপুর প্রেসক্লাবের ২০২২ সালের কার্যকরী পরিষদের অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।