শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১, ১৬ রবিউল আউয়াল ১৪৪৬  |   ২৯ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুর শহরের পাঁচ রাস্তার মোড়ে 'আল্লাহু চত্বর'
  •   চাঁদপুর কণ্ঠৈর কলামিস্ট এএসএম শফিকুর রহমানের ইন্তেকাল
  •   নির্বাহী ম্যাজিস্ট্রেটের দায়িত্ব পেল সেনাবাহিনী
  •   জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনে’ প্রধান উপদেষ্টার ১০০ কোটি টাকার অনুদান
  •   মেঘনায় নিখোঁজ দুই ভাইয়ের মরদেহ উদ্ধার

প্রকাশ : ১৮ ফেব্রুয়ারি ২০২২, ০০:০০

হাজীগঞ্জে সান্তনা সুপার মার্কেট উদ্বোধন
কামরুজ্জামান টুটুল ॥

হাজীগঞ্জের সান্ত¡না সুপার মার্কেটের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে হাজীগঞ্জ পৌরসভার মেয়র আ. স. ম. মাহবুব-উল-আলম লিপন ও সান্ত¡না সুপার মার্কেটের স্বত্বাধিকারী সাবেক মেয়র আলহাজ্ব আঃ মান্নান খান বাচ্চু ফিতা কেটে উক্ত মার্কেটের উদ্বোধন করেন। হাজীগঞ্জ বাজারস্থ ডিগ্রি কলেজ সড়কে সাবেক সান্ত¡না সিনেমা হল এলাকাসহ বিস্তীর্ণ এলাকা নিয়ে মার্কেটটি তৈরি করা হয়। ২শ’ ২০টি দোকান দিয়ে মার্কেটটি উদ্বোধন করা হলো।

উদ্বোধন উপলক্ষে আলোচনা সভা, পবিত্র কোরআন তেলাওয়াত, ইসলামী সংগীত, মিলাদ, দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদের সহকারী ইমাম হাফেজ মাওঃ আনাস সাবেরী এবং মিলাদ পরিচালনা করেন প্রধান মুয়াজ্জিন হাফেজ মোঃ এমরান হোসেন।

মার্কেটের পরিচালক ডাঃ মোঃ মাজহারুল ইসলাম রনির সার্বিক ব্যবস্থাপনায় আলোচনা সভায় পৌর মেয়র আ.স.ম মাহবুব-উল-আলম লিপনসহ অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আলহাজ্ব মোঃ আসফাকুল আলম চৌধুরী, সাংবাদিক মোঃ কামাল হোসেন প্রমুখ।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাটিলা পূর্ব ইউপি চেয়ারম্যান মোঃ মোস্তফা কামাল মজুমদার, পৌরসভার ১০নং ওয়ার্ডের কাউন্সিলর মোঃ বিল্লাল হোসেন, হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক হায়দার পারভেজ সুজন, সাংগঠনিক সম্পাদক মোঃ মাসুদ হোসেন, উপজেলা ছাত্রলীগের সভাপতি এবায়েদুর রহমান খোকন বলি প্রমুখ।

সাংবাদিক এসএম মিরাজ মুন্সীর উপস্থাপনায় অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দল ও হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির অন্য নেতৃবৃন্দ, বাজার ও সান্ত¡না সুপার মার্কেটের ব্যবসায়ী, বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়