বৃহস্পতিবার, ১৭ এপ্রিল, ২০২৫  |   ২৩ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ০৮ এপ্রিল ২০২৫, ২২:৪৪

খেলাধুলার মাধ্যমে দেশের জন্যেও কাজ করা যায় : সাবেক এমপি লায়ন মো. হারুনুর রশিদ

খেলাধুলার মাধ্যমে দেশের জন্যেও কাজ করা যায় : সাবেক এমপি লায়ন মো. হারুনুর রশিদ
প্রবীর চক্রবর্তী

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র কেন্দ্রীয় কমিটির ব্যাংকিং ও রাজস্ব বিষয়ক সম্পাদক, চাঁদপুর-৪ ফরিদগঞ্জ আসনের সাবেক সংসদ সদস্য লায়ন মোহাম্মদ হারুনুর রশিদ বলেছেন, খেলাধুলার মাধ্যমে দেশের জন্যেও কাজ করা যায়। এই ডাকাতিয়া পাড় থেকে অনেক খেলোয়াড় বিশ্ব মঞ্চে স্থান করে নিয়েছে। তাই মাদকের নেশায় না জড়িয়ে পড়ালেখার পাশাপাশি খেলাধুলায় মনোযোগ দিয়েও সফল হওয়া যেতে পারে। যুব সমাজকে শারীরিক ও মানসিকভাবে সুস্থ রাখতে হলে দেশের খেলাধুলা ও সংস্কৃতির ঐতিহ্য ফিরিয়ে আনতে উদ্যোগ নিতে হবে, প্রয়োজনে আমার সহায়তা থাকবে। বিনা প্রয়োজনে শিশু, কিশোর ও যুব সমাজকে মোবাইল ফোন ব্যবহার হতে বিরত রাখতে হবে।

মঙ্গলবার (৮ এপ্রিল ২০২৫) শেষ বিকেলে ফরিদগঞ্জ উপজেলার গোবিন্দপুর দক্ষিণ ইউনিয়নের পূর্ব গোবিন্দপুর উত্তর চর রাঘবরায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে বন্ধুমহল প্রাইজমানি মিনি ফুটবল টুর্ণামেন্টের ৭ম আসর ২০২৫-এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে তিনি এ কথাগুলো বলেন।

তিনি আরও বলেন, বিগত ১৭ বছর পতিত আওয়ামী লীগ সরকারের নিপীড়ন-নির্যাতন সহ্য করে বিএনপি নেতা-কর্মীরা মাঠে টিকে ছিলো। কারণ তারা সততা ও আদর্শের রাজনীতি করে। স্বৈরাচার বিভিন্ন সময় বিএনপিকে নিঃশেষ করে দেওয়ার চেষ্টা করেছে। কিন্তু বিএনপিকে কেউ নিঃশেষ করতে পারেনি, কখনো পারবেও না। পাঁচ আগস্ট গণঅভ্যুত্থানের মাধ্যমে আবার তা প্রমাণিত হয়েছে।

সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মো. আব্দুল হান্নান মিয়ার সভাপতিত্বে ও উপজেলা ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. ফজলুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারী, সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহফুজুর রহমান টিপু, পৌর যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মো. মজিবুর রহমান, গোবিন্দপুর দক্ষিণ ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. নেছার আহম্মদ ভূঁইয়া, পৌর যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক পেয়ার আহমেদ, পৌর যুবদল নেতা শাওন পাঠান প্রমুখ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়