রবিবার, ১৩ এপ্রিল, ২০২৫  |   ২৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ০৯ এপ্রিল ২০২৫, ১১:১৩

বাবুরহাট খান বাড়ির পারিবারিক মিলনমেলায়

দিনব্যাপী ক্রীড়া প্রতিযোগিতায় অংশ নিয়েছেন বিভিন্ন বয়সী নারী-পুরুষ

চৌধুরী ইয়াসিন ইকরাম
দিনব্যাপী ক্রীড়া প্রতিযোগিতায় অংশ নিয়েছেন বিভিন্ন বয়সী নারী-পুরুষ

চাঁদপুরের ঐতিহ্যবাহী বাবুরহাট খান বাড়ির পারিবারিক মিলনমেলায় দিনব্যাপী বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ৬টি ইভেন্টের ক্রীড়া প্রতিযোগিতায় অংশ নিয়েছিলো বিভিন্ন বয়সের প্রতিযোগীরা।

ঈদের তৃতীয় দিন বুধবার পরিবারের ২৫০ সদস্যের উপস্থিতিতে ক্রীড়া প্রতিযোগিতা, আনন্দ, আড্ডা, সুখ-দুঃখ, গান, কৌতুকে মিলনমেলায় মুখরিত হয়ে উঠে। সাংস্কৃতিক আয়োজন, র‌্যাফেল ড্র, নৃত্য-তালের মূর্ছনা, স্বজনদের আবেগ-উচ্ছ্বাসে মিলনমেলায় প্রাণের স্পন্দন আরও বাড়িয়ে দেয়।

মিলনমেলার আহ্বায়ক ও সদস্য সচিবের দায়িত্ব পালন করেন মো. মোমিন খান ও মো. বাদল খান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খান বাড়ির বিশিষ্ট ব্যবসায়ী মিজানুর রহমান খান, ইব্রাহিম খান টিটু, ইমরান খান, মো. কাকন খান, লাকি খান, সাহিদা খান, রিয়াজ খান বাবরসহ বাড়ির কৃতী সন্তানরা।

খান পরিবারের যারা দুনিয়া থেকে চলে গেছেন তাদের জন্যে কবর জিয়ারত, দোয়া ও কোরআন তেলাওয়াতের মাধ্যমে মিলনমেলা শুরু হয়।

আয়োজক কমিটির প্রধান সমন্বয়কারী ফয়সাল খান জানান, ঐতিহ্যবাহী খান বংশের সবাইকে নিয়ে মিলনমেলা উদ্যাপন করতে পেরে নিজেকে ধন্য মনে করছি। যারা মিলনমেলায় যোগ দিয়ে অনুষ্ঠানকে সফল ও সার্থক করেছেন, তাদের সবাইকে পরিবারের পক্ষ থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। তিনি বলেন, আগামী বছরও এ অনুষ্ঠানের আয়োজন করা হবে।

মিলনমেলায় যোগ দিয়ে বয়োজ্যেষ্ঠ সদস্য জাহাঙ্গীর খান বলেন, এখানে এসে অনুভব করছি, আপনজনরা কত কাছের, কত আপনার। আগামীতেও এ রকম আয়োজন করা হবে। আরো বড়ো পরিসরে এ অনুষ্ঠানের পরিকল্পনা নেয়া হবে বলে জানান তিনি।

অনুষ্ঠান সঞ্চালনা করেন সোহাগ খান ও নাহিদ খান। এ সময় সোহাগ খান নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে বলেন, এ মিলনমেলা যেন জন্ম জন্মান্তরের বন্ধন, যা কখনো ছিঁড়ে যাবে না।

মিলনমেলায় পরিবারের জ্যেষ্ঠ ৫০ জন পুরুষ ও নারীকে সম্মাননা ক্রেস্ট ও ছাত্র-ছাত্রীদের নানা ধরনের উপহার সামগ্রী প্রদান করা হয়।

দিনব্যাপী মিলনমেলায় আয়োজন করা হয় ক্রীড়া প্রতিযোগিতা। প্রতিযোগিতার মধ্যে ছিলো : চেয়ার দখল, হাড়িভাঙ্গা (পুরুষ/মহিলা), দম্পতিদের বোবা খেলা, চাচা, ভাতিজা ও স্বামী-স্ত্রীদের রশি টানাটানি, শিশুদের দৌড় প্রতিযোগিতা ও বিস্কুট খেলা। খেলা দুটি পরিচালনা করেন ইমরান খান, লাকি খান, সেলিনা মাসুদ খান ও রোকসানা খান।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়