রবিবার, ১৩ এপ্রিল, ২০২৫  |   ২৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ০৯ এপ্রিল ২০২৫, ১১:১৬

চাঁদপুর সোনালী অতীত ক্লাবের নতুন কমিটি চায় সাবেক ফুটবলাররা

চৌধুরী ইয়াসিন ইকরাম
চাঁদপুর সোনালী অতীত ক্লাবের নতুন কমিটি চায় সাবেক ফুটবলাররা

সাবেক ফুটবলারদের হাতে গড়া চাঁদপুর সোনালী অতীত ক্লাবের নতুন কমিটি চায় জেলার সাবেক খেলোয়াড়রা। দীর্ঘদিন ধরে যারাই ক্লাবটির দায়িত্বে ছিলেন তাদের পক্ষ থেকে নিয়মিত খেলাধুলা ও উঠতি বয়সী খেলোয়াড় না তৈরি করার কারণেই সাবেক ফুটবলাররা তাদের প্রতি আস্থা হারিয়ে ফেলেছেন। এর মধ্যে ক্লাবটির সাধারণ সম্পাদক হিসেবে যিনি দায়িত্বে ছিলেন, তিনি একাধারে জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদকসহ তার নিজ ক্লাব এবং সাবেক সরকার দলীয় একটি ক্লাবেরও দায়িত্ব পালন করেছেন। ৫ আগস্টের পর জেলা শহর থেকে তার হারিয়ে যাওয়ার পর ক্লাবের বর্তমান সদস্যরা ক্লাবটির ঐতিহ্য ধরে রাখার জন্যে গত কয়েক মাস ধরেই ক্লাবের নতুন কমিটি গঠন কল্পে বতর্মান সভাপতির দ্বারস্থ হচ্ছেন।

ক্লাবের বর্তমান সদস্যরা মনে করছেন, জেলার এ ক্লাবটির যারাই নতুন করে দায়িত্বে আসবেন, তাদের দ্বারা ক্লাবের পক্ষ থেকে বিভিন্ন স্থানে খেলাধুলাসহ জেলার বয়সভিত্তিক ফুটবলারদের জন্যে প্রশিক্ষণেরও ব্যবস্থা করতে পারবেন। ক্লাবের সদস্যদের দাবি, যারা একসময় জাতীয় ফুটবল দলসহ ঢাকার বিভিন্ন নামিদামি ক্লাবে খেলেছেন এবং জেলা পর্যায়ের সিনিয়র ফুটবলার হিসেবে রয়েছেন, তাদেরকে নিয়েই নতুন কমিটি করা হোক।

চাঁদপুর সোনালী অতীত ক্লাবটি ২০১৪ সালের ২৯ মার্চ যাত্রা শুরু করে। শুরুতেই ক্লাবের সাবেক ফুটবলারদের সমন্বয়ে ক্লাবটির কার্যক্রম ভালো মতোই চলে। কিন্তু পরবর্তীতে বছরের পর বছর কীভাবে কমিটি হয়েছে এবং গুটি কয়েকজনই বিভিন্ন গুরুত্বপূর্ণ পদ নিয়ে দায়িত্বে ছিলেন সেটা অনেকেই ঠিকমতো জানতেন না। দেশের প্রায় সকল কিছুতেই পরিবর্তন হয়েছে, খেলাধুলার অবকাঠামোসহ অনেক কিছুই পরিবর্তিত হয়েছে, সেই আলোকেই সাবেক ফুটবলার ও ক্লাবের সদস্যদের দাবি, স্বল্প সময়ের মধ্যে ক্লাবটির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হোক।

ক্লাবের কমিটি নিয়ে ইতোমধ্যে দেখা গেছে, দুটি-তিনটি ভাগে বিভক্ত হয়ে গেছে সদস্যরা। একটি গ্রুপ চাচ্ছে, পুরাতনদেরকে রেখেই নতুনভাবে কমিটির ঘোষণা করা হোক। আবার অন্যরা চাচ্ছেন একেবারে নতুনভাবে নতুন কমিটিতে সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচন করে ভালো একটি কমিটি উপহার দেয়া হোক। এতে করে ক্লাবের সদস্যদের মধ্যে গ্রুপিংও কমে যাবে। এর মধ্যেই ক্লাবের কয়েকটি প্রোগ্রাম হয়েছে। এতে দেখা গেছে একাংশের উপস্থিতি থাকলেও অনেক সদস্যই সেখানে উপস্থিত হননি বিরোধ থাকার কারণে।

ক্লাবের বতর্মান সভাপতি মনোয়ার হোসেন চৌধুরীর সাথে এ প্রতিবেদকের মুঠোফোনে আলাপকালে তিনি বলেন, খুব সহসাই ক্লাবের কমিটির বিষয় নিয়ে আমরা বসবো। কমিটি গঠনের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, একটু আলাপ আলোচনার মাধ্যমেই ক্লাবের কমিটির বিষয় চলে আসবে।

সাবেক ফুটবলার ও ক্রীড়া সংগঠক আবুল কালাম সরকারের সাথে এ প্রতিবেদকের আলাপকালে তিনি বলেন, আমি এ ক্লাবেরই একজন সদস্য। ক্লাবের পূর্বের যে কমিটি গঠিত হয়েছে তা গুটি কয়েক সদস্য ছাড়া বেশিরভাগ সদস্যই জানেন না। আমরা চাই ক্লাবের সকল সদস্যের প্রত্যক্ষ ভোটে নতুন কমিটি গঠিত হবে। গুপচি কমিটির কোনো প্রয়োজন নেই। নতুন কমিটির মাধ্যমে আমাদের ক্লাব দেশের বিভিন্ন স্থানে খেলবে এবং সাথে আমাদের চাঁদপুরের পরিচিতি আসবে। এ ক্লাবের মাধ্যমে লোকাল খেলোয়াড় তৈরি হবে এবং এলাকার উন্নয়ন সাধিত হবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়