প্রকাশ : ০৮ এপ্রিল ২০২৫, ২২:৩৯
সন্তোষপুর দারুচ্ছুন্নাত ইসলামিয়া মাদ্রাসার দাখিল পরীক্ষার্থীদের বিদায়

ফরিদগঞ্জ উপজেলার চরদুঃখিয়া পূর্ব ইউনিয়নের সন্তোষপুর দারুচ্ছুন্নাত ইসলামিয়া মাদ্রাসার ২০২৫ সালের দাখিল পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ও সাবেক সহকারী মৌলভী মাও. রুহুল আমিন গাজীর বিদায় উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৮ এপ্রিল ২০২৫) দুপুরে মাদ্রাসার অধ্যক্ষ মাও. আবুল হাসান মো. ছাইফুল্লাহর সভাপতিত্বে দোয়াগীর হিসেবে উপস্থিত ছিলেন জৈনপুরী পীর সাহেব (ছোট হুজুর) মাওলানা তারগিব আহমেদ সিদ্দিকী জৈনপুরী। প্রধান অতিথি হিসেবে উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ডা. আবুল কালাম আজাদ বক্তব্য রাখেন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা যুবদলের সভাপতি আমজাদ হোসেন শিপন, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম নান্টু, যুবদল নেতা এমরান হোসেন প্রমুখ।