বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪  |   ১৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   থানা থেকে লুট হওয়া ৫৭৬টি বুলেট উদ্ধার
  •   অদৃশ্য রহস্যজনক আগুনে পুড়ছে ঘরবাড়ি : আতঙ্কে গ্রামবাসী
  •   বাশার আল আসাদের পতন: ৫৪ বছরের স্বৈরশাসনের অবসান
  •   ভারতকে কাঁদিয়ে যুব এশিয়া কাপের শিরোপা বাংলাদেশের
  •   প্রাথমিকে পোষ্য কোটা বাদ, মেধার ভিত্তিতে ৯৩ শতাংশ শিক্ষক নিয়োগ

প্রকাশ : ১০ ডিসেম্বর ২০২৪, ২২:০৫

ফরিদগঞ্জে ২৭ অসচ্ছল পরীক্ষার্থীর পাশে ‘বন্ধন-১২’

ফরিদগঞ্জ প্রতিনিধি ॥
ফরিদগঞ্জে ২৭ অসচ্ছল পরীক্ষার্থীর পাশে ‘বন্ধন-১২’
এসএসসি ও দাখিল পরীক্ষার্থীদের বোর্ড ও কেন্দ্র ফি প্রদান পরবর্তী অনুষ্ঠানে ‘বন্ধন-১২’-এর নেতৃবৃন্দ।

১২নং চরদুঃখিয়া ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অসচ্ছল ও মেধাবী এসএসসি, দাখিল পরীক্ষার্থীদের মাঝে বোর্ড এবং কেন্দ্র ফি’র অর্থ দিলো ‘বন্ধন-১২’। প্রতিবছর সংগঠনটি অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের বাছাই করে তাদের পাশে দাঁড়ায়। ১০ ডিসেম্বর মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত সংগঠনের নেতৃবৃন্দ বিভিন্ন প্রতিষ্ঠানে গিয়ে শিক্ষার্থীদের হাতে অনুদানের টাকা তুলে দেন। এবার প্রতি শিক্ষার্থীকে দুই হাজার চারশ’ টাকা করে দেয়া হয়। বিরামপুর উচ্চ বিদ্যালয়ের ১২ জন, ফিরোজপুর জনকল্যাণ উচ্চ বিদ্যালয়ের ৮ জন, লড়াইচর মদীনাতুল উলুম হালিমিয়া দাখিল মাদ্রাসার ৩ জন এবং দক্ষিণ লড়াইরচর বায়তুন্নবী দাখিল মাদ্রাসার ৪ জন পরীক্ষার্থীর হাতে অনুদান তুলে দেন অতিথিরা।

গতকাল দুপুর ১২টায় বিরামপুর এসজেএম উচ্চ বিদ্যালয় মিলনায়তনে বোর্ড ও কেন্দ্র ফি প্রদান পূর্বক আলোচনা সভার আয়োজন করা হয়। বন্ধন-১২- এর আহ্বায়ক এসএম মফিজুর রহমানের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন আমেরিকান প্রবাসী মো. আলমগীর হোসেন পাটওয়ারী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফরিদগঞ্জ প্রেসক্লাব সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ফরহাদ, ১২নং চরদুঃখিয়া পশ্চিম ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও ফিরোজপুর জনকল্যাণ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শাহজাহান, বিরামপুর এসজেএম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. খোরশেদ আলম। উপস্থিত ছিলেন আমেরিকান প্রবাসী মো. মহসিন খান, ফরিদগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মোহাম্মদ হোসেন, ফরিদগঞ্জ এআর পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মো. ইমাম হোসেন প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন সদস্য সচিব এজেডএম শামছুদ্দিন ফারুক মিয়াজী। ‘স্বপ্ন ফাউন্ডেশন’-এর আর্থিক সহযোগিতায় ‘বন্ধন-১২’ এ কর্মসূচি বাস্তবায়ন করে। ‘স্বপ্ন ফাউন্ডেশন’-এর অন্যতম প্রতিষ্ঠাতা মো. আহাদ এই অর্থের যোগান দেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়