বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪  |   ১৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   থানা থেকে লুট হওয়া ৫৭৬টি বুলেট উদ্ধার
  •   অদৃশ্য রহস্যজনক আগুনে পুড়ছে ঘরবাড়ি : আতঙ্কে গ্রামবাসী
  •   বাশার আল আসাদের পতন: ৫৪ বছরের স্বৈরশাসনের অবসান
  •   ভারতকে কাঁদিয়ে যুব এশিয়া কাপের শিরোপা বাংলাদেশের
  •   প্রাথমিকে পোষ্য কোটা বাদ, মেধার ভিত্তিতে ৯৩ শতাংশ শিক্ষক নিয়োগ

প্রকাশ : ০৯ ডিসেম্বর ২০২৪, ২০:০২

জমিয়াতুল মোদার্রেছীনের নেতৃবৃন্দের সাথে মাধ্যমিক শিক্ষা অফিসারের মতবিনিময়

স্টাফ রিপোর্টার।।
জমিয়াতুল মোদার্রেছীনের নেতৃবৃন্দের সাথে মাধ্যমিক শিক্ষা অফিসারের মতবিনিময়
চাঁদপুর সদর উপজেলা জমিয়াতুল মোদার্রেছীনের সাথে সদর উপজেলার নবাগত মাধ্যমিক শিক্ষা অফিসার মো. জিয়াউল হক মিলন মতবিনিময় সভায় বক্তব্য রাখেন।

বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীন চাঁদপুর সদর উপজেলা শাখার নেতৃবৃন্দের সাথে নবাগত সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. জিয়াউল হক মিলনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৯ ডিসেম্বর ২০২৪) বিকেলে চাঁদপুর শহরের বিষ্ণুদী ইসলামিয়া ফাজিল মাদ্রাসা মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় জমিয়ত নেতৃবৃন্দ নবাগত শিক্ষা অফিসারকে ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেন।

সংগঠনের সদর উপজেলা সভাপতি অধ্যক্ষ এটিএম মোস্তফা হামিদীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অধ্যক্ষ মো. জসিম উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে কোরআন তেলাওয়াত করেন সাংগঠনিক সম্পাদক মুফতি জিয়াউদ্দিন খন্দকার। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন দাসাদী ডিএসআই কামিল মাদ্রাসার অধ্যক্ষ মো. ওমর ফারুক, ওসমানিয়া কামিল মাদ্রাসার উপাধ্যক্ষ মো. মাসুদ আল মাহাদী, রামপুর আলিম মাদ্রাসার অধ্যক্ষ আবু জাফর মো. মাইনুদ্দিন, গাজীপুর ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ নূর মোহাম্মদ, হোসাইনপুর আলিম মাদ্রাসার অধ্যক্ষ মো. নিজাম উদ্দিন, মনিহার দাখিল মাদ্রাসার সুপার নাজির আহমদ, রাজরাজেশ্বর মোজাফফরিয়া দাখিল মাদ্রাসার সুপার এএইচএম হাবিবুল্লাহ, দক্ষিণ মদনা দাখিল মাদ্রাসার সুপার মো. নূরুল ইসলাম প্রমুখ। উপস্থিত ছিলেন কামরাঙ্গা ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মো. আবু তাহের, বাগাদী ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ আবু আব্দুল্লাহ মুহাম্মদ খান, চাঁদপুর আহমাদিয়া ফাজিল মাদ্রাসার উপাধ্যক্ষ মো. মিজানুর রহমান, দক্ষিণ বালিয়া দারুচ্ছুন্নাত দাখিল মাদ্রাসার সুপার মো. মুজাম্মেল হোসেন, দক্ষিণ দাসদী আলিম মাদ্রাসার অধ্যক্ষ সালেহ আহমদ, সাপদী দাখিল মাদ্রাসার সুপার মাওলানা ফরিদ আহমদ, কেতুয়া দাখিল মাদ্রাসার সুপার মো. হেলাল উদ্দিন, আল হেরা ওয়াহিদিয়া দাখিল মাদ্রাসার সুপার মো. সাইফুল ইসলাম বাগদাদী, মান্দারী ফাজিল মাদ্রাসার সহকারী অধ্যাপক মোহাম্মদ তরিকুল ইসলাম, বিষ্ণুদী ফাজিল মাদ্রাসার সহকারী অধ্যাপক মাওলানা আবু জাফর, তরপুরচণ্ডী আলী দাখিল মাদ্রাসার শিক্ষক মাও. মো. মিজানুর রহমানসহ বিভিন্ন মাদ্রাসার সহকারী শিক্ষক ও বিভিন্ন দায়িত্বশীলগণ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়