বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪  |   ১৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   থানা থেকে লুট হওয়া ৫৭৬টি বুলেট উদ্ধার
  •   অদৃশ্য রহস্যজনক আগুনে পুড়ছে ঘরবাড়ি : আতঙ্কে গ্রামবাসী
  •   বাশার আল আসাদের পতন: ৫৪ বছরের স্বৈরশাসনের অবসান
  •   ভারতকে কাঁদিয়ে যুব এশিয়া কাপের শিরোপা বাংলাদেশের
  •   প্রাথমিকে পোষ্য কোটা বাদ, মেধার ভিত্তিতে ৯৩ শতাংশ শিক্ষক নিয়োগ

প্রকাশ : ১০ ডিসেম্বর ২০২৪, ২১:৫৭

কচুয়া সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে মতবিনিময় সভায় ইউএনও মুহাম্মদ হেলাল চৌধুরী

কারিগরিতে দক্ষ হলে বেকারত্ব দূর হবে

ফরহাদ চৌধুরী ॥
কারিগরিতে দক্ষ হলে বেকারত্ব দূর হবে
কচুয়ায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ হেলাল চৌধুরী।

কচুয়ায় সাইবার ক্রাইম, বাল্যবিয়ে, ইভটিজিং, মাদকদ্রব্য সেবন ও মোবাইল আসক্তির নৈতিকতা সম্পর্কে শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে কচুয়া সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের আয়োজনে প্রতিষ্ঠানের মিলনায়তনে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ হেলাল চৌধুরী। তিনি বলেন, কারিগরি বিষয়ে জ্ঞান অর্জনে করলে বেকারত্ব দূর হবে। সময়ের অপচয় না করে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে কারিগরি শিক্ষার বিকল্প নেই। কারিগরি বিষয়ে প্রশিক্ষণের মাধ্যমে নিজেদেরকে দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে হবে। প্রতিষ্ঠানের অধ্যক্ষ কৃষিবিদ মো. আবুল কালাম আজাদের সভাপতিত্বে ও বাংলা বিষয়ের ইনস্ট্রাক্টর আনাছ আল জায়েদের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা প্রসাদ কুমার ভাওয়াল। এ সময় ইনস্ট্রাক্টর (পদার্থ) ছগীর আহমেদ, ইনস্ট্রাক্টর (গণিত) উম্মে হানি, ইনস্ট্রাক্টর (রসায়ন) কামরুল হাসান, ইনস্ট্রাক্টর (আরএসি) নূরুল হুদা, ইনস্ট্রাক্টর (ইংরেজি) শাহিন আলম, সাংবাদিক, শিক্ষক, শিক্ষার্থী মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন। এদিন উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ হেলাল চৌধুরী টেকনিক্যাল স্কুল ও কলেজের আয়োজনে অসহায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ উদ্বোধন করেন এবং প্রতিষ্ঠানের বিভিন্ন ল্যাব পরিদর্শন করেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়