প্রকাশ : ০৯ ডিসেম্বর ২০২৪, ১৯:০৬
গোয়ালঘরের আগুনে পুড়েছে বসতঘর
দিনে দুপুরে আগুন লাগলো গোয়ালঘরে। সেই আগুন নেভানোর আগেই ছড়িয়ে পড়ে বসতঘরে। এতে পুড়ে যায় বসতঘরসহ ঘরে থাকা সব কিছু। কিছুই সরাতে পারেনি পরিবারটি। ৯ ডিসেম্বর (সোমবার ২০২৪) ঘটনাটি ঘটে হাজীগঞ্জের ৩ নং কালচোঁ উত্তর ইউনিয়নের মহব্বতপুর গ্রামের প্রধানিয়া বাড়িতে।
স্থানীয়দের সূত্রে জানা যায়, প্রধানিয়া বাড়ির বাসিন্দা সাবেক ইউপি সদস্য শওকত হোসেন প্রধানিয়ার গোয়ালঘরে আগুন লাগে এইদিন দুপুরে। সেই আগুন গোয়ালঘর লাগোয়া এমরান হোসেন প্রধানিয়ার বসতঘরে মুহূর্তে ছড়িয়ে পড়ে। তাৎক্ষণিকভাবে স্থানীয়রা জড়ো হয়ে আগুন নেভানোর কাজে হাত দেয়াতে ঐ বাড়ির অন্য পরিবারগুলো আগুনের হাত থেকে রক্ষা পায়। স্থানীয় ইউপি চেয়ারম্যান মানিক হোসেন প্রধানিয়া আগুনে ক্ষয়ক্ষতির বিষয়টি নিশ্চিত করেছেন।