প্রকাশ : ০৮ ডিসেম্বর ২০২৪, ০৮:১১
হাজীগঞ্জে আদালতের নির্দেশ অমান্য করে জমি দখলের অভিযোগ
হাজীগঞ্জে আদালতের নির্দেশ অমান্য করে জমি দখলের অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি শনিবার (৭ ডিসেম্বর ২০২৪) হাজীগঞ্জ পৌর এলাকার ৩নং ওয়ার্ডস্থ মিঠানিয়া ব্রীজের পশ্চিম পাশে, চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের উত্তর পাশে খাটরা বিলওয়াই মৌজায় একটি নালিশি ভূমিতে ঘটে।আদালতের আদেশ অমান্য করে রৌশন আরার নির্দেশে ঘর নির্মাণ করে দখলে নেন টিন ব্যবসায়ী আব্দুল খালেক গং। অভিযোগকারী আজাদ রহমান মাসুদ মজুমদার জানান, হাজীগঞ্জ পৌর এলাকার খাটরা বিলওয়াইয়ে ৮৪ নং মৌজায় মৃত আবদুর রব তালুকদারের ওয়ারিশ মানছুরা খাতুন হতে বিগত ১৫/১২/২০১০ তারিখে বিএস ৪৩৭ নং খতিয়ান ভুক্ত ৭৫৩ দাগে চৌহুদ্দিকৃত ০.০৮০০ একর ভূমির মালিক হই। দলিল নং ৯৬৪০/২০১০ খ্রি.। বিবাদীগণের বিরুদ্ধে দখল পুনরুদ্ধারের জন্যে বিজ্ঞ আদালতে উচ্ছেদ মামলা দায়ের করি। মামলা নং ৮৭/২০২৪, আদালত চাঁদপুর। বর্তমানে আদালতে বিচারাধীন আছে। অথচ রৌশন আরা গংয়ের নির্দেশে রাতের আঁধারে টিন ব্যবসায়ী আব্দুল খালেক গং জোরপূর্বক সন্ত্রাসী ভাড়া করে আমার সম্পত্তির ওপর ঘর নির্মাণ করে। তিনি আরো জানান, আমি রৌশন আরা গংয়ের বিরুদ্ধে দখল পুনরুদ্ধার মামলা চাঁদপুর আদালতে দায়ের করি, মামলা নং-৮৭/২০২৪। যা আদালতে চলমান আছে। সেই মামলায় আমি আবারও নিষেধাজ্ঞা চাইলে গত ১৭/১১/২০২৪ তারিখে বিজ্ঞ আদালত নিষেধাজ্ঞা দেন। এতে আদেশ হয় যে, দলিলের চৌহুদ্দিকৃত সম্পত্তি মামলা চলমান অবস্থায় নিষ্পত্তি না হওয়া পর্যন্ত নালিশি 'ক' তফসিল ভূমির অন্দরে নালিশি 'খ' তফসিল ভূমির আকার-আকৃতি, পরিবর্তন কিংবা নব্য ভাবে গৃহাদি, দালানকোঠা নির্মাণ কিংবা অন্যত্র হস্তান্তর বা বিক্রয় অথবা বিনিময় করা যাবে না। কিন্তু প্রতিপক্ষ মামলাটির নিষ্পত্তি হওয়ার আগেই জমি দখলে নিয়ে ঘর নির্মাণ করেন। ভুক্তভোগী আজাদ রহমান মাসুদ মজুমদার আরো জানান, আমার ক্রয়কৃত সম্পত্তিতে আব্দুল খালেক গং দলবল নিয়ে ঘর নির্মাণ করে। আমি বাধা দিয়েও ঘর নির্মাণ কাজ বন্ধ করতে পারেনি। আমাকে বিভিন্ন ভাবে হুমকি-ধমকি দিচ্ছে। এতে আমি আমার জীবনের নিরাপত্তাহীনতায় ভুগছি। জমি দখলের অভিযোগের বিষয়ে টিন ব্যবসায়ী আব্দুল খালেক জানান, আমি এই সম্পত্তি বায়না সূত্রে মালিক। বায়না সূত্রেই সম্পত্তির ভরাট কাজ করে ঘর নির্মাণ করি।