শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪  |   ২১ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।
  •   রাষ্ট্রীয় পদে আসীন হচ্ছেন খবরে আসামিপক্ষে শুনানি করলেন না সমাজী।

প্রকাশ : ১১ নভেম্বর ২০২৪, ২০:২৪

আখেরি মোনাজাতে মুসল্লিদের ঢল

চাঁদপুরে চরমোনাইর নমুনায় তিনদিনব্যাপী মাহফিলের শেষদিন

অনলাইন ডেস্ক
চাঁদপুরে চরমোনাইর নমুনায় তিনদিনব্যাপী মাহফিলের শেষদিন

আজ সোমবার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে বাংলাদেশ মুজাহিদ কমিটি চাঁদপুর জেলা আয়োজিত‌ চরমোনাইয়ের নমুনায় ৩দিনব্যাপী মাহফিল। চাঁদপুর শহরের পুরাণবাজার জুটমিলস্ সংলগ্ন বালুর মাঠে অনুষ্ঠিত এই মাহফিলের শেষদিনে অর্ধ লক্ষাধিক ধর্মপ্রাণ মুসল্লি অংশগ্রহণ করেন। আখেরি মোনাজাত পরিচালনা করেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাইর পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম। মোনাজাতে দেশ ও জাতির সুখ-সমৃদ্ধি এবং গোটা পৃথিবীর মুসলমানদের জন্য দোয়া করা হয়। পাশাপাশি ২০২৪-এর গণঅভ্যুত্থানে নিহত সকল শহীদের রুহের মাগফেরাত এবং আহতদের সুস্থতা কামনা করা হয়। এছাড়া ফিলিস্তিনসহ পৃথিবীর বিভিন্ন দেশে নিপীড়িত মুসলমানদের জন্যে মহান আল্লাহর কাছে প্রার্থনা করা হয়। মুনাজাতে উপস্থিত হাজার হাজার মুসল্লি মহান আল্লাহর দরবারে দু হাত তুলে কান্নায় ভেঙ্গে পড়েন। ‌ এর আগে ফজরের নামাজ শেষে শুরু হয় ৩দিনব্যাপী মাহফিলের শেষ বয়ান।‌‌ ফজরের নামাজে ইমামতি এবং নামাজ শেষে বয়ান পেশ করেন চরমোনাইর পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম। এ সময় তিনি বলেন, হযরত মুহাম্মদ (সাঃ) বিদায়ের পূর্বে আমাদের জন্যে পরিপূর্ণ ইসলাম রেখে গেছেন। এখানে কোনো সংযোজন ও বিয়োজন করার সুযোগ নেই। আজকে যারা ক্ষমতার জন্যে ইসলামকে বিকৃত করছে, শরীয়তের বিধানকে ছাড় দেয়ার কথা বলছে তারা মূলত প্রকৃত মুমিন নয়। আগে নিজের মধ্যে ইসলাম লাগবে তারপর সমাজ ও রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠা করতে হবে। বিগত দিনে যারা ইসলামের কথা বলে শরীয়তের বিধানকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ক্ষমতার অংশীদার হয়েছে, আমরা দেখেছি তাদেরকে সামনে রেখে ইসলাম বিরোধী আইন পাস করা হয়েছে। মুমিন কখনো পরগাছার মতো কারো ক্ষমতার সিঁড়ি হতে পারে না। আমরা আর পরগাছা হয়ে থাকতে চাই না। আমরা এমন একটি ইসলামী বটবৃক্ষ তৈরি করতে চাই, যেটা সমাজ থেকে পুরো দেশে ছায়া ছড়িয়ে দিবে। ইসলামের বৃক্ষ হবে নিজস্ব বটবৃক্ষ। যেখানে সকল ধর্ম-বর্ণ, গোত্র শ্রেণী-পেশার মানুষ‌ নিরাপদে থাকতে পারবে। মাহফিল বাস্তবায়ন কমিটির সদস্য সচিব ও ইসলামী আন্দোলনের জেলা সভাপতি শেখ মোহাম্মদ জয়নাল আবদিন মাহফিলের বিষয়ে বলেন, আমরা মহান আল্লাহর দরবারে লাখো শোকরিয়া আদায় করছি, কারণ অন্যান্য বছরের ন্যায় এবারও সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে আমাদের এই মাহফিল সম্পন্ন হয়েছে। তিন দিনব্যাপী এই মাহফিলে জাতীয় ও স্থানীয় শতাধিক দেশবরেণ্য ওলামা মাশায়েখ আলোচনা পেশ করেছেন। দল মত নির্বিশেষে হাজার হাজার ধর্মপ্রাণ মুসল্লি মাহফিলে অংশগ্রহণ করেছেন। শান্তিপূর্ণভাবে আমাদের এই আয়োজন সম্পন্ন হওয়ায় আমরা চাঁদপুরের জেলা প্রশাসক, পুলিশ সুপার, পৌরসভার প্রশাসক এবং আলেম-ওলামাসহ চাঁদপুরবাসীকে আন্তরিক ধন্যবাদ জানাই।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়