শুক্রবার, ০৪ এপ্রিল, ২০২৫  |   ৩৩ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ১০ নভেম্বর ২০২৪, ২১:১১

অন্তর্বর্তী সরকারকে ঝামেলায় ফেলতে বিভিন্ন দিক থেকে ষড়যন্ত্র হচ্ছে : চরমোনাই পীর

অনলাইন ডেস্ক
অন্তর্বর্তী সরকারকে ঝামেলায় ফেলতে বিভিন্ন দিক থেকে ষড়যন্ত্র হচ্ছে : চরমোনাই পীর
পুরাণবাজার জুট মিল মাঠে মুজাহিদ কমিটি আয়োজিত মাহফিলে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দিচ্ছেন চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম।

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির (চরমোনাই পীর) মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম বলেছেন, দেশের এমন কোনো জায়গা নেই যে, গত ১৬ বছরে যেখানে ফ্যাসিস্ট সরকারের লোকজনকে বসিয়ে রাখা হয় নি। এখন পর্যন্ত সে জায়গাগুলো সাফ হয়নি। তারা বিভিন্ন জায়গায় বসে এ সরকারকে ঝামেলায় ফেলতে বিভিন্ন দিক থেকে বিভিন্ন পরিকল্পনা ও ষড়যন্ত্র করছে। ১০ নভেম্বর রোববার বিকেলে চাঁদপুর পুরাণবাজার জুট মিল মাঠে মুজাহিদ কমিটি আয়োজিত চরমোনাই-এর নমুনায় তিন দিনব্যাপী মাহফিলের শেষ দিনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। মুহাম্মদ রেজাউল করিম আরো বলেন, নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে এই ফ্যাসিস্ট সরকারের লোকজনের কারণে। এ ক্ষেত্রে অন্তর্বর্তী সরকারকে আরও কঠোর ও কার্যকর পদক্ষেপ নিতে হবে। তার জন্যে বর্তমান সরকারের দেশ পরিচালনার ক্ষেত্রে ইসলামী আন্দোলন বাংলাদেশের সহযোগিতা সব সময় থাকবে। আওয়ামী লীগের সমালোচনা করে মুহাম্মদ রেজাউল করিম আরো বলেন, তারা যে নীলনকশা এঁকে আবারও ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখছে, আমরা ইসলামী আন্দোলন বাংলাদেশ তা ঐক্যবদ্ধভাবে প্রতিহত করবো। কারণ, তারা বারবার দিনের ভোট রাতে করে ক্ষমতায় গিয়েছে। মানুষকে বোকা বানিয়েছে। এই সুযোগ তাদের আর দেয়া হবে না। তারা প্রমাণ করে দিয়েছে নির্বাচনের জন্যে তারা অযোগ্য। মুহাম্মদ রেজাউল করিম বলেন, আমরা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে জানতে চাই, শেখ হাসিনার সরকার গুম, খুন, দেশের সব অর্থ বিদেশে পাচার করে দেশ থেকে কী করে পালিয়ে গেলো? অবিলম্বে তাদের ধরে এনে বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে হবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়