প্রকাশ : ২৭ জুলাই ২০২৫, ২০:৩৬
হাসপাতালে ডেঙ্গু রোগীর সংখ্যা দিন দিন বেড়েই চলছে

হাসপাতালে ডেঙ্গু রোগীর সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। ২৫০ শয্যাবিশিষ্ট চাঁদপুর জেনারেল হাসপাতাল ঘুরে এই চিত্র দেখা গেছে। পৌরসভা বা স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে এখনই কার্যকর উদ্যোগ নেয়া না হলে ডেঙ্গুর প্রকোপ ভয়াবহ রূপ ধারণ করতে পারে। যেটা অতীতে ঢাকাসহ বিভিন্ন জেলায় দেখা গেছে।
|আরো খবর
পৌরবাসী মনে করেন, মশার বংশ বিস্তার রোধে বিলম্ব হলে এর দায়ভার পৌর প্রশাসনকে নিতে হবে। তারা মনে করেন, সর্বপ্রথম পৌর এলাকায় নর্দমা, ড্রেন, পরিষ্কার পরিচ্ছন্ন কার্যক্রম এবং নিয়মিত মশা নিধন স্প্রে করা না হলে ডেঙ্গু রোগের সংক্রমণ বাড়বে।
২৫০ শয্যাবিশিষ্ট চাঁদপুর জেনারেল হাসপাতালের নার্সিং সুপারভাইজার শামিমা আফরোজ বলেন, এই হাসপাতালে এক মাসে ৩০ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়ে চিকিৎসা সেবা নিয়ে সুস্থ হয়ে উঠেছে। বর্তমানে ৪ জন ভর্তি আছে।