বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪  |   ২৪ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।
  •   রাষ্ট্রীয় পদে আসীন হচ্ছেন খবরে আসামিপক্ষে শুনানি করলেন না সমাজী।

প্রকাশ : ১২ নভেম্বর ২০২৪, ২১:৫১

আয়োজক কমিটির পক্ষ থেকে জয়নাল আবেদীনের কৃতজ্ঞতা প্রকাশ

চাঁদপুরে চরমোনাইর নমুনায় মাহফিল ২০২৪ সম্পন্ন

অনলাইন ডেস্ক
চাঁদপুরে চরমোনাইর নমুনায় মাহফিল ২০২৪ সম্পন্ন

চাঁদপুরে চরমোনাইর নমুনায় আয়োজিত তিনদিনব্যাপী মাহফিলের আয়োজক কমিটির সদস্য সচিব শেখ মুহাম্মদ জয়নাল আবদিন বলেছেন, চরমোনাই একটি আবেগ-অনুভূতির নাম, যে নামের সাথে সম্পৃক্ত রয়েছে দেশ-বিদেশের লাখো কোটি ঈমানদার ও তৌহিদী জনতার সম্পর্ক। পথভোলা মানুষের সঠিক পথের ইশারা। চাঁদপুরে চরমোনাই'র নমুনায় গত কয়েক বছর যাবত মাহফিল অনুষ্ঠিত হয়ে আসছে। যার শুরু হয় ২০১৯ সালের ৯,১০ ও ১১ ডিসেম্বর, দ্বিতীয় মাহফিলটি হয় ২০২১ সালের ১৫, ১৬ ও ১৭ জানুয়ারি। ২০২৪ সালে সদ্য সমাপ্ত হওয়া ৮,৯ ও ১০ নভেম্বর এই মাহফিলটি ছিলো আমাদের তৃতীয় মাহফিল। ৮ নভেম্বর নায়েবে আমিরুল মুজাহিদীন মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম শায়েখে চরমোনাইর উদ্বোধনী বয়ান ও জুমার নামাজের মাধ্যমে শুরু হয়ে ১১নভেম্বর বাদ ফজর আমিরুল মুজাহিদীন মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব হুজুর চরমোনাই-এর বয়ান ও আখেরী মুনাজাতের মাধ্যমে সফল সমাপ্তি হয়। দীর্ঘ প্রায় এক মাসের কষ্ট ক্লেশ সোমবার বাদ ফজর বয়ান এবং মাওলার দরবারে রোনাজারির শব্দ এবং রহমতের বারিধারার মাধ্যমে সবকিছু ম্লান হয়ে গেছে। ভবিষ্যৎ কর্ম প্ল্যান আরো মজবুত করার হাতছানি যুগিয়েছে। জনস্রোত আমাদেরকে আশান্বিত করেছে। যাদের অক্লান্ত পরিশ্রমে বিশাল এ আয়োজনকে আল্লাহ সফল করার সুযোগ করে দিয়েছেন মহান মালিকের কাছে তাদের উত্তম প্রতিদান কামনা করছি। বিশেষ করে জেলা, উপজেলা ইসলামী আন্দোলন, মুজাহিদ কমিটিসহ সকল সহযোগী সংগঠনের দায়িত্বশীল সদস্য, সমর্থক ও চাঁদপুরের আপামর তৌহিদি জনতা এবং আর্থিক, শারীরিক মানসিকভাবে পরামর্শ দিয়ে যারা সহযোগিতা করেছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছি। তিনি এক বার্তায় আরো কৃতজ্ঞতা প্রকাশ করেন চাঁদপুরের জেলা প্রশাসক, পুলিশ সুপার, পৌর প্রশাসক, সিভিল সার্জনসহ প্রশাসনিক কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, যারা মাহফিলের সার্বিক খোঁজখবর রেখেছেন এবং তাদের সেবার হাত বাড়িয়ে দিয়ে মাহফিলকে সুশৃঙ্খল করার জন্যে এবং সার্বিক নিরাপত্তা বিধানে সহযোগিতা করেছেন। তিনি বলেন, পুলিশ ক্যাম্প, স্বেচ্ছাসেবক মেডিকেল টিমসহ এখানে যারা তিনদিন নিরলসভাবে সময় দিয়েছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি ধারাবাহিক এই তিন দিনে বাংলাদেশের বুজুর্গ ওলামায়ে কেরাম যারা চাঁদপুরের এই জমিনে পদার্পণ করে আমাদেরকে ধন্য করেছেন এবং গুরুত্বপূর্ণ নসিহত চাঁদপুরবাসীকে উপহার দিয়েছেন। আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি এলাকাবাসীর প্রতি, যারা প্রতিনিয়ত মাহফিলের প্যান্ডেল দেখাশোনা করেছেন এবং আমাদেরকে পরামর্শ দিয়ে উৎসাহিত করেছেন এবং আমরা আরও জানতে পেরেছি, মাহফিল এলাকার আশপাশের বিভিন্ন বাড়িতে, বাড়ির লোকজন মিলে অসংখ্য মহিলা প্যান্ডেলের ব্যবস্থার মাধ্যমে আমাদের মা-বোনদেরকে কোরআন হাদিসের নসিহত শোনার সুন্দর নিরাপদ ব্যবস্থা করে দিয়েছেন, আমি তাদেরকে বিশেষভাবে ধন্যবাদ জানাই, যেহেতু মাহফিল কমিটির পক্ষ থেকে আমরা পৃথক এখনো কোনো মহিলা প্যান্ডেলের ব্যবস্থা করতে পারিনি। সর্বোপরি এই মাহফিলে যারা এসে মাহফিলকে সফলতার শীর্ষে নিয়ে গেছেন, বয়ান শুনতে উপস্থিত হয়েছেন, তাদের প্রতি আন্তরিক মোবারকবাদ জানাই। তিনি বলেন, আমাদের আয়োজনে ত্রুটি-বিচ্যুতির জন্যে কমিটির পক্ষ থেকে আমি ক্ষমাপ্রার্থী এবং ভবিষ্যতে মাহফিলকে আরো সুন্দর সুশৃঙ্খল, আরো ব্যাপক পরিসরে করার ব্যাপারে আপনাদের সার্বিক সহযোগিতা ও পরামর্শ কামনা করছি। আল্লাহ পাক আমাদের সবাইকে দ্বীনের এই রুহানি বাতিঘরকে জারি রাখার মতো তৌফিক দান করুন, আমাদের সবাইকে আল্লাহ দ্বীনের জন্যে কবুল করুন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়