বৃহস্পতিবার, ৩১ অক্টোবর, ২০২৪  |   ৩৩ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুরে রাজনৈতিক মামলায় আসামীদের আটক অভিযান অব্যাহত। যুবলীগ, কৃষকলীগ ও স্বেচ্ছাসেবক লীগের ৫ নেতা-কর্মী আটক
  •   ছেঁড়া তারে প্রাণ গেল যুবকের
  •   চাঁদপুরে গণঅধিকার পরিষদের ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী পালন
  •   রাজধানীতে কচুয়ার কৃতী সন্তানদের সংবর্ধনা
  •   সম্প্রীতির চমৎকার নিদর্শন আমাদের বাংলাদেশ --------------জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন

প্রকাশ : ৩০ অক্টোবর ২০২৪, ২০:৫৯

ডিবি পুলিশের অভিযানে দেশীয় অস্ত্র উদ্ধার

গোলাম মোস্তফা ॥
ডিবি পুলিশের অভিযানে দেশীয় অস্ত্র উদ্ধার
ডিবি পুলিশের অভিযানে উদ্ধারকৃত দেশীয় অস্ত্র।

চাঁদপুরের পুলিশ সুপারের নির্দেশে কিশোর গ্যাংয়ের অপরাধ দমনে ডিবি পুলিশের অভিযানে বেশ কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। ডিবি পুলিশ চাঁদপুরের ভারপ্রাপ্ত কর্মকর্তা মহিউদ্দিনের তত্ত্বাবধানে এ অভিযান পরিচালিত হয়।

গতকাল সন্ধ্যা ৭টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে এসআই মাজহারুল হক, এএসআই আব্দুল ওহাব, এএসআই সজিব ও সঙ্গীয় ফোর্সসহ চাঁদপুর পৌরসভার ১০নং ওয়ার্ডস্থ নিউ আলিম পাড়া এলাকার সাবেক সিনেমা হল ছায়াবাণীর বর্তমান হান্নান কমপ্লেক্স লাগোয়া রেলওয়ে সড়কের দক্ষিণ পাশে মাল্টিমিডিয়া ইন্টারন্যাশনাল স্কুলের বন্ধ ২নং কক্ষ হতে পরিত্যক্ত অবস্থায় দেশীয় অস্ত্র ৬টি (প্রতিটির দৈর্ঘ্য অনুমান ৩ ফুট), লম্বা ছুরি ১ টি (যার দৈর্ঘ্য অনুমান ৩ ফুট), বার্মিজ ছুরি ১টি ( যার দৈর্ঘ্য অনুমান ১ ফুট), ৯ ইঞ্চি চাইনিজ কুড়াল ১টি (যার দৈর্ঘ্য অনুমান ১ ফুট ৩ ইঞ্চি), এসএস পাইপ- ১টি (যার দৈর্ঘ্য অনুমান ২ ফুট) একটি হলুদ রঙের প্লাস্টিকের বস্তায় পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়। এরপর ঘটনাস্থলে থাকা উপস্থিত সাক্ষীদের মোকাবেলায় উক্ত উদ্ধারকৃত দেশীয় অস্ত্রগুলো তালিকা মূলে জব্দ করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশক্রমে চাঁদপুর সদর মডেল থানায় বুঝিয়ে দেয়া হয়। যার পিআর নং-৩১০/২৪।

এ বিষয়ে ডিবি পুলিশ চাঁদপুরের ভারপ্রাপ্ত কর্মকর্তা মহিউদ্দিন বলেন, বিভিন্ন অপরাধ ও মাদকের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স। সেজন্যে অভিযান অব্যাহত রয়েছে। সমাজ থেকে সকল ধরনের অপরাধ দূর করতে এবং নিশ্চিত নিরাপত্তামূলক সমাজ গঠনে আমরা সকল জনগণের সহযোগিতা চাই।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়